পার্থে হেনস্তার শিকার ওয়াসিম আকরাম

পার্থে হেনস্তার শিকার ওয়াসিম আকরাম

পার্থে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট শেষ হয়ে গেল কিছুক্ষণ আগে। তবে এই টেস্ট চলাকালে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে হেনস্তার শিকার হতে হয়েছে এই ম্যাচে।

ধারাভাষ্যকার হিসেবে এই টেস্টে কাজ করেছেন ওয়াসিম। পার্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে স্টেডিয়ামের বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় এক দর্শক এসে তাঁকে গালিগালাজ শুরু করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে আসে এরপরই। ওয়াসিমও সে দর্শকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে সরিয়ে নেয়। তবে নিরাপত্তা কর্মীদের ভাষ্যমতে, এই ঘটনায় কোনো বর্ণবাদী আচরণ ছিল না।

ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া ধারাভাষ্যকারদের ভেন্যুর ভেতর থেকে গাড়িতে উঠার সুযোগও দেওয়া হয়েছে।

গণমাধ্যম জানিয়েছে, ওয়াসিম আকরামের যাতায়াতের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তবে অভিযুক্ত দর্শক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্পর্কিত খবর