আইপিএলে ইতিহাস, ১৩ বছর বয়সে কোটিপতি বৈভব

আইপিএলে ইতিহাস, ১৩ বছর বয়সে কোটিপতি বৈভব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার রেকর্ড গেলেন বৈভব সূর্যবংশি। ভারতের এই কিশোর বাঁহাতি ব্যাটার মেগা নিলামে আজ পেয়ে গেলেন দল। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে ১ কোটি ১০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে বৈভকে।

জেদ্দায় সোমবার আইপিএলের মেগা নিলামে দল পেয়ে ইতিহাস গড়লেন ১৩ বছর ২৪৩ দিন বয়সী বৈভব। আইপিএলে দল পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। ৩০ লাখ রূপি ছিল তার ভিত্তি মূল্য। শেষ অব্দি কোটিপতি বনে গেলেন তিনি।

ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স দিয়েই আইপিএল ফ্রাঞ্চাইজির নজর কাড়েন বৈভব। গত অক্টোবরে চেন্নাইয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে সেঞ্চুরি করেন। সেই দিন তার বয়স ছিল ১৩ বছর ১৮৮ দিন। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েন বৈভব।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতেও বৈভব খেলেছেন। ৫০ ওভারের এই আসরে ট্রিপল সেঞ্চুরি রয়েছে বিস্ময়বালক বৈভবের। এক বছরে তিনি বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন।

এদিকে বৈভবের রেকর্ডের দিনে হতাশ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মুস্তাফিজুর রহমানকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে উঠেছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। তার ফ্লোর প্রাইস ছিল ৭৫ লাখ রূপি। কিন্তু বিগ ব্যাশে দল (হোবার্ট হারিকেনস) পাওয়া রিশাদকে কিনতেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। আবার সাকিব আল হাসানের নাম তোলা হয়নি নিলামে!

সম্পর্কিত খবর