রোনালদোর গোলে শেষ আটের খুব কাছে আল নাসর
চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো তার ফর্মটা ধরে রেখেছেন। আল নাসরের হয়ে সবশেষ ম্যাচেও করেছেন দুটো গোল। তাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে তার দলও আল গারাফাকে ৩-১ গোলে হারায়।
৩৯ বছর বয়সী রোনালদোর এই পারফরম্যান্স আল নাসরকে শেষ আটের আরও কাছাকাছি নিয়ে গেছে। গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট পেলেই কোয়ার্টার ফাইনালে উঠবে দলটি।
প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করায় রোনালদোর জন্য ম্যাচটা হতাশাজনক হয়ে উঠছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি মাথা দিয়ে সুলতান আল ঘান্নামের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন।
এরপর ৫৮ মিনিটে আল নাসরের নতুন ব্রাজিলিয়ান তারকা অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে ব্যবধান বাড়ান। মাত্র ছয় মিনিট পর তিনি রোনালদোর দ্বিতীয় গোলের যোগান দেন।
এ ম্যাচে জোড়া গোলে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। যা তাকে প্রতিযোগিতার এই সংস্করণের শীর্ষ গোলদাতাদের মধ্যে অন্যতম করে তুলেছে। ম্যাচের ৭৪ মিনিটে তাকে তুলে নেয়া হয়।
এই জয়ে আল নাসর পশ্চিমাঞ্চলীয় গ্রুপে পাঁচ ম্যাচে অপরাজিত রইল। ৪ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৩, ১২ দলের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর।