টেস্টই বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবির কারণ
বিশ্বকাপ ব্যর্থতার জন্য কোচ ও অধিনায়ককে দায়ী করার চেয়ে আমি নিজেকে দায়ী করছি। কেননা, জস বাটলার ও ম্যাথু মটের সমালোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল; ৫০ ওভারের ক্রিকেট, টেস্ট না টি-টোয়েন্টিতে ফোকাস করব আমরা। তখন আমি টেস্ট ক্রিকেটকে বেছে নিয়েছিলাম।
আমার ভাবনা ভুল ছিল। আমি ভেবেছিলাম ভারত পৌঁছানোর পর আমাদের দল ঠিক হয়ে যাবে। যদিও সেটা হয়নি। আমার ধারণা ছিল ৫০ ওভারের ক্রিকেট খুব বেশি না খেললেও আমাদের এই দল খুব সহজেই তাতে মানিয়ে নিতে পারবে। তবে আদতে সেটি হয়নি।
এখন আমাদের দলের প্রতিটি ক্রিকেটারের একক ভূমিকা দেখতে হবে। আমরা কাকে চাই, কে সেই ভূমিকা পালনের জন্য সেরা খেলোয়াড় তা ভাবতে হবে। এ নিয়ে আমরা আলোচনায় বসব। মট দলের পারফরম্যান্স উন্নতি করতে ঠিক কি চায় তা দেখব। আমাদের আসলে বাটলার ও মটকে সমর্থন দিয়ে দল তৈরি করা উচিত। যদি কোনো কারণে সেটি সম্ভব না হয়। তবুও আমাদের এটা নিশ্চিত করতে হবে যে খুব খারাপ বিশ্বকাপ থেকেও অন্তত কিছু ভালো বেরিয়ে এসেছে।
শেষ কয়েকটি ম্যাচের দিকে তাকালেই বুঝতে পারবেন। আমরা যদি টসে জিততাম তবে আমরা ব্যাট করে সেটা পুষিয়ে দিতাম। তবে টুর্নামেন্টের শুরুতে আমরা ভালো করিনি। আমরা জানতাম না এরকম কিছু হতে পারে। এটি অনেক সময় অতিরিক্ত চিন্তার কারণে হয়ে থাকতে পারে।
ভারতের কন্ডিশন সম্পর্কে আমরা বেশ ভালো ধারণা পেয়েছি। বুঝতে পেরেছি যখন শিশির নেমে আসে তখন এখানে ব্যাটিং করা সহজ হয়ে যায়। কিন্তু আপনি যদি সেটা বুঝার আগেই ছয় সাত উইকেট হারিয়ে ফেলেন; তখন তা কঠিন। ভারতের কন্ডিশন কতটা কঠিন হতে পারে তা আমরা অবমূল্যায়ন করেছি। এটাই ছিল আমাদের বড় ভুল।
রব কি- ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর