হতাশার বিশ্বকাপ থেকেও খালি হাতে ফেরেনি বাংলাদেশ
বিশ্বকাপটা শেষ হয়নি এখনো। নকআউট পর্ব বাকি এখনো। বাংলাদেশের বিশ্বকাপ অবশ্য শেষ ইতোমধ্যেই। ১০ দলের ভেতর অষ্টম হয়ে এবারের আসর শেষ দলের।
তবে সাকিব আল হাসানের দল এবার যেমন খেলেছে মাঠে, তাতে এটা বাংলাদেশের ইতিহাসেরই সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না, তা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে বেশ।
তবে এমন বাজে বিশ্বকাপ শেষেও দল একেবারে খালি হাতে ফেরেনি। মোটা অঙ্কের অর্থ নিয়ে তবেই ফিরেছে দেশে। দলের ঝুলিতে উঠেছে প্রায় ২ কোটি টাকা।
গত শনিবার ভারতের পুনেতে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারে দল। এরপরই দেশের বিমানে চড়ে বসেন খেলোয়াড়রা। নামেন আজ সকাল ১০টায়।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নয় ম্যাচ থেকে দুটিতে জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে প্রতি ম্যাচ জিতলে দল পায় ৪০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৪৪ লাখ টাকার কাছাকাছি। দুই ম্যাচের জন্য দল পেয়েছে ৮৮ লাখ টাকার কাছাকাছি অর্থ।
এখানেই শেষ নয়। বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর জন্যও আইসিসি রেখেছে অর্থের ব্যবস্থা, সেখান থেকে ১ লাখ ডলার পেয়েছে দল, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের ‘অর্জন’টা দুই কোটি টাকার কাছাকাছি।