আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠের খেলায় আধিপত্য বিস্তারের কথা মনে করিয়ে দিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাঠে তার দল সে কথা মানল। শারমিন সুপ্তার দারুণ এক ইনিংসে ভর করে বাংলাদেশ ইতিহাস গড়ে ফেলল। নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল দল। ৪ উইকেট খুইয়ে স্বাগতিকরা তুলেছে ২৫২ রান।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা করেছিল রয়েসয়ে। প্রথম দশ ওভারে উইকেট না খোয়ালেও রান রেট ছিল তিনের নিচে। পাওয়ারপ্লে শেষে রানের গতি বাড়ায় স্বাগতিকরা। দলীয় ৫৯ রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের। ৬১ বলে ৩৮ করা মুরশিদা খাতুন বিদায় নেন। 

তবে বড় রান এনে দেওয়ার কাজটা করেছেন তিনে নামা শারমিন সুপ্তা। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি খেলেন ৮৮ বলে তার ৯৬ রানের ইনিংস। সঙ্গে নিগার সুলতানাও বেশ ভালো ইনিংস খেলেন, ২৮ বলে করেন ২৮ রান। 

 

শেষ দিকে ৯ বলে ১৩ রান করেন স্বর্ণা আক্তার। তার ব্যাটেই ১৩ ম্যাচ পর বাংলাদেশ নারী ক্রিকেট দল দেখতে পায় ছক্কার মুখ। সবকিছুর মিশেলে বাংলাদেশ ইনিংস শেষ করে ২৫২ রান তুলে, যা বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। এর আগের সর্বোচ্চ ছিল ২৫০, গেল বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে এই রান করেছিলেন নিগাররা। আজ সে রানটা পেছনে ফেলল বাংলাদেশ, গড়ল নতুন ইতিহাস।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ২৫২/৪, ৫০ ওভার (সুপ্তা ৯৬, ফারজানা ৬২, মুরশিদা ৩৮, নিগার ২৮, স্বর্ণা ১৩; ফ্রেয়া ২/৫১)

 
 

সম্পর্কিত খবর