চলে যাওয়ার দিনে সতীর্থের স্মৃতিতে ফিরে এলেন হিউজ

চলে যাওয়ার দিনে সতীর্থের স্মৃতিতে ফিরে এলেন হিউজ

২০১৪ সালে গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনার ফিল হিউজের অকাল মৃত্যু। তার সে মৃত্যুর ১০ বছর পূরণ হলো আজ। তার মৃত্যুবার্ষিকীতে তার পরিবার ও সতীর্থরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

২০১৪ সালের নভেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঘরোয়া ম্যাচে ব্যাটিং করার সময় একটি বাউন্সার মাথায় লাগে তার। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত পাওয়ার দুই দিন পর তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান।

মাত্র ২৫ বছর বয়সে হিউজের এই মর্মান্তিক মৃত্যু বিশ্ব ক্রিকেটকে শোকাহত করেছিল। তার অসহায়ভাবে পিচে পড়ে থাকার ছবি এবং সতীর্থদের চেষ্টার দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এ ঘটনার পর ক্রিকেট খেলার নিরাপত্তা বাড়ানোর দাবি জোরালো হয়।

তার সে মৃত্যুর দশ বছর পূর্তিতে আজ হিউজের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘ফিলিপ ছিলেন হাসিখুশি, মজাদার এবং চমৎকার একজন মানুষ। তিনি সব সময় সঠিক কারণে ক্রিকেট খেলত এবং খেলাটাকে গভীরভাবে ভালোবাসত।’

তার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তার সতীর্থ ডেভিড ওয়ার্নার। সেই তিনি আজ বলেছেন, হিউজ তার চেয়ে কিংবা স্টিভ স্মিথের চেয়েও প্রতিভাবান হতে পারতেন। সাবেক কোচ ড্যারেন লেহমান বিশ্বাস করেন, ‘সে ১২০টি টেস্ট খেলতেন এবং একের পর এক সাফল্য অর্জন করতেন।’

ক্রিকেট অস্ট্রেলিয়া হিউজকে ‘চিরকাল ৬৩ রানে অপরাজিত’ হিসেবে স্মরণ করেছে। তাদের আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালার মধ্যে ডিসেম্বর ৬ থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্টেও তার স্মরণে সম্মাননা জানানো হবে। এছাড়া হিউজের প্রতি শ্রদ্ধা জানাতে দেশব্যাপী ঘরোয়া ম্যাচগুলোতে খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন।

সম্পর্কিত খবর