মুস্তাফিজদের সম্মান জানিয়ে যা বলল চেন্নাই

মুস্তাফিজদের সম্মান জানিয়ে যা বলল চেন্নাই

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে এবার একরাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশকে। রেকর্ড সংখ্যক ১২ জন বাংলাদেশি খেলোয়াড় দল প্রত্যাশী থাকলেও, নিলামে তোলা হয়েছিল মাত্র দুজনকে। সে মুস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনও কোনো দল পাননি শেষমেশ।

বিশেষত মুস্তাফিজুর রহমানের দল না পাওয়া বিস্ময়ের জন্ম দিয়েছে। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া মুস্তাফিজকে অন্তত চেন্নাই দলে রেখে দিতে পারে বলে ভাবা হচ্ছিল।

তবে মেগা নিলামের আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ছেড়ে দেয়। নিলামেও তাকে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি।
নিলাম শেষে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়েছে। চেন্নাইও তাদের দল গুছিয়ে ফেলেছে। মুস্তাফিজ ছাড়াও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলসহ আরও অনেক ক্রিকেটার, যারা গেল মৌসুমে চেন্নাইতে খেলেছেন, তারা দল পাননি।

তবে মুস্তাফিজদের প্রতি সম্মান জানিয়ে চেন্নাই সুপার কিংস তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা।’

মুস্তাফিজের আইপিএল যাত্রা শুরু হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ থেকে। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি হয়ে সর্বশেষ চেন্নাইয়ে খেলেন তিনি। তবে এবার কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হতাশই করেছে।

সম্পর্কিত খবর