প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ সাক্ষাত সাকিবের

প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ সাক্ষাত সাকিবের

দ্বিপাক্ষিক সিরিজ কিংবা টুর্নামেন্টের মাঝপথে এদেশ থেকে ওদেশ সাকিব আল হাসানের জন্য নতুন কিছু নয়। এবার এশিয়া কাপের মতো টুর্নামেন্টের মাঝপথেও একই ঘটনার সাক্ষী করলেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ শেষ করে পরদিন সকালে দেশে ফেরেন সাকিব।

বিজ্ঞাপনের শ্যুটিং কিংবা কোনো প্রতিষ্ঠানের উদ্বোধন নয়, সাকিব এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতেই। সোমবার সংসদ ভবনে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

সন্ধ‌্যা সাড়ে ৬টার পর সংসদ ভবনে হাজির হন সাকিব। সেখানে প্রধানমন্ত্রীর লবিতে ১৫ মিনিটের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করেন বাংলাদেশ অধিনায়ক। পাপন নিজেই একজন সংসদ সদস্য হওয়ার কারণে এরপর তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। এরপর লবিতে সাকিব আল হাসানকে একাই দেখা গেছে। অপেক্ষা করছিলেন কারো জন্য।

পরবর্তীতে দেখা যায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করেন। সেখানে প্রধানমন্ত্রীর লবিতে প্রায় ২০ মিনিট সাকিবের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর সাকিব সেখান থেকে বেরিয়ে আসেন।

প্রধানমন্ত্রী এবং সাকিবের মাঝে কী কথাবার্তা হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গুঞ্জন আছে রাজনৈতিক আলোচনার জন্য সাকিবের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। গুঞ্জন আরো আছে আসন্ন নির্বাচনে অংশ নিতে চান মাগুরার এই অলরাউন্ডার। এদেশে হুট করে দেশে আসা এবং এই সাক্ষাৎ।

২০১৮ সালের নির্বাচনের আগেও নড়াইল থেকে মাশরাফি বিন মুর্তজা এবং মাগুরা থেকে সাকিব আল হাসানের নির্বাচনে আসার গুঞ্জন রটেছিলো। তবে মাশরাফি নির্বাচন করলেও সাকিব সেবার নির্বাচনে আসেননি। ক্যারিয়ার সায়াহ্নে এসে সাকিবও মাশরাফির পথেই হাঁটবেন এমনটাই মনে করছেন অনেকে।

সম্পর্কিত খবর