শ্রেয়াস-রাহুলের তোপে ভারতের রানের পাহাড়
৩০তম ওভারে যখন বিরাট কোহলি ফিরে যাচ্ছেন ফিফটির পরপর, ভারতের রান ছিল তখন মোটে ২০০। ঝোড়ো শুরুর পরের বিশ ওভারে রান পায়নি দলটা, মোমেন্টামটাও ছিল পড়তির দিকে। সেই ভারতই ৫০ ওভার শেষে চড়ে বসেছে ৪১০ রানের পাহাড়ে। এ কীর্তির পুরোটা যাবে শ্রেয়াস আইয়ার আর লোকেশ রাহুলের ভাগে। দুজন মিলে চতুর্থ উইকেটে তুলেছেন ২০৮ রান, তাও মোটে ১২৮ বলে। দুজনেই ছুঁয়েছেন তিন অঙ্ক। তাতেই ভারতের এ রানের পাহাড়।
শুভমান গিল আর রোহিত শর্মা মিলে শুরুটা করেছিলেন দুর্দান্ত। দুজনে দশ ওভারেই তুলে ফেলেছিলেন ৯১ রান। তবে ভারতের ঝিমিয়ে পড়ার শুরু এরপর।
শুভমান আউট হলেন ৩১ বলে ৫১ রান করে। এরপর রোহিতও টিকলেন আর মাত্র কয়েক ওভার। ৫৪ বলে ৬১ রান করে বিদায় নেন তিনিও।
ভারতকে এরপর পথ দেখাচ্ছিলেন কোহলি আর শ্রেয়াস মিলে। তবে ফিফটির পর রোলফ ফন ডার মারভার বলে কোহলি বিদায় নিলেন, তখন মনে হচ্ছিল ভারত বুঝি এই গতি হারালো আবার!
তবে শ্রেয়াস আর রাহুল সেটা হতে দেননি। শুরুতে খানিকটা দেখেশুনেই এগিয়েছেন দুজনে। তবু গতিটা নেহায়েত কম ছিল না। ৪০ ওভারে ভারত তুলে ফেলে ২৮৪ রান।
দুজন তাদের সর্বনেশে রূপটা দেখান শেষ দশ ওভারে। বিশেষ করে রাহুল। ৪১তম ওভারের শুরুতে যেখানে তার রান ছিল ৩১ বলে ৩৭, সেখানে তিনি যখন ৫০তম ওভারে বিদায় নিচ্ছেন, তখন রান তার ৬৪ বলে ১০২। শ্রেয়াস শুরু থেকেই ছিলেন মারমুখি, শেষ দশ ওভারেও সেটা ধরে রেখেছেন। তাতেই ১২৮ বল খেলে তাদের জুটির ঝুলিতে উঠে গেছে ২০৮ রান। আর ভারত পেয়ে যায় ৪১০ রানের পাহাড়।