জাতীয় লিগ টি-টোয়েন্টির ম্যাচ নেই মিরপুরে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার নতুন আমেজে শুরু করছে জাতীয় ক্রিকেট লিগ। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই লড়াই। সব ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর শুরু হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। ফাইনাল হবে ২৪ ডিসেম্বর।
এই টুর্নামেন্টের প্লে-অফ রাউন্ডের ম্যাচ মিরপুরের শেরেবাংলায় হওয়ার কথা ছিল। কিন্তু এবার জানা গেল- আসরের পুরোটাই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী কনসার্টের কারণেই প্লে অফ রাউন্ডের ম্যাচ সিলেটে নেওয়া হয়েছে।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে প্রতিদিন দুই মাঠে হবে চারটা করে ম্যাচ। প্রথম রাউন্ডের খেলা হবে সকাল ৯টা ও দুপুর দেড়টায়।
এই আসরে দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। জাতীয় লিগ টি-টোয়েন্টি সরাসরি টি-স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপে দেখা যাবে।