ভারত না এলে পাকিস্তানও যাবে না: পাল্টা হুমকি পিসিবির

ভারত না এলে পাকিস্তানও যাবে না: পাল্টা হুমকি পিসিবির

চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হচ্ছে সেই বিষয়ে চূড়ান্ত হবে আইসিসির শুক্রবারের সভায়। প্রয়োজন হলে এই সমস্যা সমাধানে ভোটাভুটি হবে। পাকিস্তানের মাটিতে খেলা তাই যথারীতি এখানেও একমাত্র সমস্যা কেবল ভারত। নিরাপত্তা ইস্যু তুলে ভারত জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে ক্রিকেট খেলতে চায় না। অন্যদিকে পাকিস্তান জানিয়ে দিয়েছে, হাইব্রিড পদ্ধতিতে এই টুর্নামেন্ট আয়োজনে তারা সস্মত নয়। অর্থাৎ ভারতের ম্যাচগুলো দুবাই বা অন্যত্র এবং টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলো সব পাকিস্তানে হবে। এমন সমাধানে পাকিস্তান সম্মত নয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত যদি না আসে তাহলে ভবিষ্যতে পাকিস্তানও ভারতের মাটিতে খেলার বিষয়ে নতুন চিন্তা করবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা তো হতে পারে না। পাকিস্তান গিয়ে ভারতের মাটিতে খেলতে পারে আর ভারত তাহলে কেন পাকিস্তানে খেলতে চায় না। যা কিছুই হবে সেটা যেন অবশ্যই সমতার ভিত্তিতেই হয়। আমরা এটা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে জানিয়েও দিয়েছি।’

ভারতে আগামী বছররের নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে। ২০২৬ সালের পুরুষদের টি- টোয়েন্টি বিশ্বকাপও ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হবে। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে না আসে তাহলে ভারতের মাটিতে ঐ দুটি টুর্নামেন্ট নিয়ে পাকিস্তানও নতুন কোনো সিদ্ধান্ত নেবে-এমন এটা প্রছন্ন হুমকি দিয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান।

ভারত নিরাপত্তার ইস্যুতে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে আর যায়নি। তবে এর মাঝে পাকিস্তান ঠিকই ভারতের মাটিতে ক্রিকেট খেলেছে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতেই পাকিস্তান ২০২৩ সালে ভারত সফরে যায়।

সম্পর্কিত খবর