লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার, অলআউট মাত্র ৪২ রানে!

লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার, অলআউট মাত্র ৪২ রানে!

শিরোনাম দেখে নিশ্চয়ই চমকে গেলেন! চমকানোর মতো হলেও ঘটনা সত্য! ডারবান টেস্টের দ্বিতীয় দিনে এমনই বিপর্যয়ে পড়ল সফরকারী শ্রীলঙ্কা দল। তারা নিজেদের ১ম ইনিংসে অলআউট মাত্র ৪২ রানে।

আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১৪ ওভারেই শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন রান। আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এটি কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে এই লজ্জায় ডুবেছিল তারা। এবার তারচেয়েও বড় লজ্জার মুখে পড়লেন লঙ্কান ব্যাটাররা।

এবার বলের হিসাবেও টেস্ট ইতিহাসের দেড় শ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন (৮৩ বল) খেলল শ্রীলঙ্কা। বলের হিসাবে এটি টেস্টে ইতিহাসে দ্বিতীয় ক্ষণস্থায়ী ইনিংস। এই লজ্জার রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার। ১৯২৪ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ১২.৩ ওভার ব্যাটিং মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল তারা।

প্রতিপক্ষের পেসার মার্কো জানসেনের বোলিং তোপেই আজ সর্বনাশ হয়েছে শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার এই বোলার ৬.৫ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এটি এই শতাব্দিতে দক্ষিণ আফ্রিকান পেসারদের মধ্যে সেরা সাফল্য।

শ্রীলঙ্কার দুটি উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েতজে। একটি উইকেট কাগিসো রাবাদার। 

ডারবানের কিংসমিডে চলতি টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ১৯১ রানে। কিন্তু এরপর ব্যাট করতে নেমে দুঃস্বপ্ন দেখল লঙ্কান ব্যাটাররা। তৃতীয় ওভার থেকে শুরু উইকেট পতনের মিছিল। কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন দিমুথ করুনারত্নে। পরের আউট পাথুম নিশাঙ্কা।

ডারবানের কিংসমিডে চলতি টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ১৯১ রানে। কিন্তু এরপর ব্যাট করতে নেমে দুঃস্বপ্ন দেখল লঙ্কান ব্যাটাররা। তৃতীয় ওভার থেকে শুরু উইকেট পতনের মিছিল। কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন দিমুথ করুনারত্নে। পরের আউট পাথুম নিশাঙ্কা। তারপর থেকে ছিল শুধুই আসা-যাওয়ার মিছিল!

শ্রীলঙ্কার ৯ ব্যাটার দেখা পাননি দুই অঙ্কের। দিনেশ চান্দিমাল, কুসাল মেন্ডিসসহ পাঁচ জন আউট শূন্য রানে। ১৩ রান তুলেন কামিন্দু মেন্ডিস। ১০ রানে অপরাজিত লাহিরু কুমারা।

ডারবানের কিংসমিড স্টেডিয়ামে এটিই যে কোন দলের টেস্টে সর্বনিম্ন দলীয় ইনিংস। আগের লজ্জার রেকর্ডটি ছিল বাংলাদেশের। ২০২২ সালে ৫৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার টাইগারদের পেছনে ফেলে দিল লঙ্কানরা!

সম্পর্কিত খবর