আরও ভাল খেলার চ্যালেঞ্জ মারুফার
আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেসে-খেলে জিতেছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ টাইগ্রেসদের। নিগার সুলতানা জ্যোতিদের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। তবে এখনই সিরিজ জয়ের ভাবনায় পুরোপুরি বুঁদ হয়ে নেই নারী ক্রিকেটাররা।
প্রথম ম্যাচে রেকর্ড ১৫৪ রানের বড় ব্যবধানে জয়ের এবার চোখ দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি থাকলে দলের পেসার মারুফা আক্তার ম্যাচ বাই ম্যাচই ভাবছেন।
মারুফা বিসিবির ভিডিও বার্তায় বলেন, ‘দেখুন, আমরা একটা ম্যাচ ধরে চিন্তা করছি। প্রথম ম্যাচ জিতেছি। এখন আমাদের দ্বিতীয় ম্যাচ লক্ষ্য। তা জিতলে তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করব। তারাও যেহেতু হেরেছে, তাই অনেক ভালোভাবে টার্গেট করবে আমাদের। আমাদের আরও বেশি চিন্তা করতে হবে তারা কোন কোন দিক থেকে দুর্বল, কোন দিক থেকে ভালো খেলছে। এদিকে একটু বেশি ফোকাস দিতে হবে।’
প্রথম ওয়ানডেতে আইরিশ মেয়েদের মাত্র ৯৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে খেলা মারুফা তুলে নিয়েছেন দুই উইকেট। সেই ম্যাচের সাফল্য নিয়ে মারুফা বলছিলেন, ‘আমার কাছে মনে হয়েছে স্পিন বলেন, পেস অ্যাটাক বলেন অনেক ভালো হচ্ছে। শুধু একটু ছোটখাটো ভুলের কারণে আমরা যেগুলো করি, সেখানে তারা রান বের করছে। ইনশাআল্লাহ পরের ম্যাচে ভালোভাবে কামব্যাক করবো।’
পেসার মারুফা আরও যোগ করলেন, ‘এটা আসলে তারা অবশ্যই কামব্যাক করতে চাইবে। আমাদের আরও বেশি ফোকাস দিতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে। যেহেতু মিরপুর স্পিন উইকেট। এখন টিম যা ভালো বোঝে। আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে।’
ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলবে।