জাতীয় লিগে চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে সিলেট বিভাগকে ৫২ রানে হারিয়ে টুর্নামেন্টের সপ্তম শিরোপা ঘরে তুলেছে ঢাকা বিভাগ। পাঁচ ম্যাচে চার জয় ও ১ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে এ শিরোপা জিতেছে দলটি। প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ঢাকার মাহিদুল ইসলাম অঙ্কন।
শিরোপার খুব কাছে থেকেই টায়ার ওয়ানের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ঢাকা বিভাগ। সিলেটকে ২১০ রানের টার্গেট ছুড়ে দিয়ে তৃতীয় দিনের শেষ বিকেলে ৩৯ রানেই ৪ উইকেট তুলে নিয়েছিল ঢাকা। ম্যাচ জিততে শেষ দুই দিনে ১৭০ রান করতে হতো সিলেটকে। অন্যদিকে শিরোপা উদযাপন করতে ঢাকার প্রয়োজন ছিল ৬ উইকেট।
চতুর্থ দিনে অবশ্য ঢাকার জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সিলেট অধিনায়ক জাকির হাসান। তৌহিদুল ও রাহাতুলকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি তারা। ১৫ ও ২১ রানে ফিরতে হয়েছে তাদের।
এরপর ফিফটির আগে ৪৪ রানে ফিরে যান জাকিরও। ওখানেই ম্যাচটা ফসকে যায় সিলেটের। এরপর দলটি গুটিয়ে যায় ১৫৭ রানে। আর তাতেই ৫২ রানের জয়ে নিশ্চিত হয় ঢাকার সপ্তম শিরোপা।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৬৬/১০
সিলেট বিভাগ ১ম ইনিংস: ২১১
ঢাকা বিভাগ ২য় ইনিংস: ১৫৪/১০
সিলেট বিভাগ ২য় ইনিংস: (লক্ষ্য ২১০) ৭১.২ ওভারে ১৫৭/১০ (জাকের ৩০, তৌহিদুল ১৫, জাকির ৪৪, রাহাতুল ২১, রাজা ৫, খালেদ ০, নাঈম ০*; নাজমুল ৩/২২, তাইবুর ১/২৩, শুভাগত ৪/৫০, সাইফ ২/৯)
ফল: ঢাকা বিভাগ ৫২ রানে জয়ী
ম্যাচসেরা: মাহিদুল ইসলাম