টি-টোয়েন্টিতে বিস্ময়কর কীর্তি, ১১ জনই বোলার

টি-টোয়েন্টিতে বিস্ময়কর কীর্তি, ১১ জনই বোলার

রীতিমতো বিস্ময়কর এক দৃশ্য। এমন ঘটনা টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যায়নি। এমনেতে স্বীকৃত টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ নয় জনের বোলিং করাটা দেখা গেছে ৩২ বার। এবার সেই নজির পেছনে ফেলে নতুন এক ইতিহাস লেখা হলো সৈয়দ মুশতাক আলী ট্রফিতে।

দিল্লি আজ শুক্রবার মনিপুরের বিপক্ষে তাদের একাদশে থাকা সবাই দিয়ে বল করাল। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লির ১১ ক্রিকেটারের প্রত্যেকে বল করলেন।

এমন ঘটনা এই প্রথম ঘটল স্বীকৃত টি-টোয়েন্টিতে। দুর্বল প্রতিপক্ষ পেয়ে এমন অভিনব কাজটি করে বসেন দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি। এমন কী উইকেট কিপারকে দিয়েও করালেন বল।

শুরুতে দিল্লির নিয়মিত বোলারা কোণঠাসা করে ফেলেন প্রতিপক্ষ মনিপুরকে। তারপর একে এক সবাইকে দিয়েই বল করান অধিনায়ক আয়ুশ বাদোনি।

২০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ৯ জন বোলার ব্যবহারের ঘটনা দেখা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল)। কিন্তু আজ যেটি হলেঅ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তা এক কথা অবিশ্বাস্য!

দিল্লির ১১ বোলারের মধ্যে তিনজন করেন ৩ ওভার করে। ৩ জন দুই ওভার করে বল করেন। বাকি পাঁচজন বোলিং ১ ওভার করে বল করেছেন। মনিপুর ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১২০ রান। জবাবে দিল্লি ৯ বল আর ৪ উইকেট হাতে রেখেই পা রাখে জয়ের বন্দরে।

এর আগে টেস্টে ১১ ক্রিকেটারের বোলিং করার দৃশ্য এক ম্যাচে দেখা গেছে ৪ বার। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দল ৯ জনের বেশি বোলারকে দিয়ে বল করায়নি।

সম্পর্কিত খবর