চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন যা বলছে আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন যা বলছে আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুলত সমস্যা দু’দেশের। পাকিস্তান ও ভারতের। দু’দেশের সেই সমস্যার সমাধানের জন্য আইসিসি শুক্রবার সভায় বসেছিল। তবে সেই সভা থেকে কংক্রিট কোনো সমাধান আসেনি। উভয় দেশকে সমস্যার সমাধানের জন্য আরো ক’দিন সময় দিয়েছে আইসিসি। তবে সেই সময়টা খুব বেশিদিনের নয়। রবিবারের মধ্যেই যাতে এই দুটো দেশের ক্রিকেট বোর্ড একটা সমাধানের রাস্তা দিতে পারে সেই অপেক্ষায় রয়েছে আইসিসি।

আপাতত শুক্রবারের আইসিসির সভা এই সিদ্ধান্ত নিয়েই মুলতবী হয়েছে। যদি এই সময়ের মধ্যে কোনো সমস্যার সমাধানে দু’দেশ পৌছাতে না পারে তাহলে সপ্তাহের মধ্যেই আইসিসি বোর্ড একটা চুড়ান্ত দিবে।

শুক্রবার এই এজেন্ডাকে সামনে রেখে আইসিসির বোর্ড সভা হয়। সভা শেষ হয় মাত্র পনের মিনিটের মধ্যে। সেখানেই স্পষ্ঠ জানিয়ে দেওয়া হয়, পাকিস্তান-ভারত এবং আইসিসি নেতৃবৃন্দরা দ্রুতই যেন এই বিষয়টি ফয়সালা করেন। প্রয়োজন হলে অন্য দেশের বোর্ডের সহায়তাও নেওয়া যেতে পারে। ভারত ও পাকিস্তান উভয় দেশের সরকার যেন সেই সিদ্ধান্ত অনুমোদন দেয়, সেই শর্তও সভায় জানিয়ে দেওয়া হয়। আইসিসির পূর্ণ সদস্যর ১২ টি বোর্ডের সবাই এই সভায় যোগ দেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্যার শুরু হয়েছে ভারতের না-রাজিতে। পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্টে খেলতে ভারত অনীহা জানিয়েছে। কারণ হিসেবে তারা পাকিস্তানের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাকে দাড় করিয়েছে। ভারতের এই সিদ্ধান্তে এখন পাকিস্তানের মাটিতে এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পুরো বিষয়টি ঝুলে গিয়েছে।

এই সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য তিনটি উপায় আছে আইসিসির সামনে।

প্রথমতঃ হাইব্রিড পদ্ধতি। যে পদ্ধতিতে ভারত তাদের সংশ্লিষ্ঠ ম্যাচগুলো খেলতে পাকিস্তানের বাইরে। হতে পারে সেটা সংযুক্ত আরব আমিরাতে। বাকি সব ম্যাচগুলো হবে পাকিস্তানের মাটিতে। ভারত যদি ফাইনালে উঠে তাহলে অবশ্যই ফাইনালও হবে পাকিস্তানের বাইরে কোথাও।

দ্বিতীয়তঃ পুরো টুর্নামেন্টই পাকিস্তানের বাইরে কোথাও হবে। তবে টুর্নামেন্টে আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান।
তৃতীয়তঃ পুরো টুর্নামেন্ট হবে পাকিস্তানে এবং ভারতকে বাদ দিয়ে।

তৃতীয় সমাধানটা কোনো বিচারেই বাস্তব সম্মত নয়। কারণ ভারত যদি এই টুর্নামেন্টে না খেলে তাহলে আর্থিকভাবে পুরো আয়োজন ক্ষতির মুখে পড়বে।

খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির এই সমস্যা সমাধানের জন্য প্রথম উপায়ই শেষ পর্যন্ত গৃহীত হতে পারে।

সম্পর্কিত খবর