অধিনায়কের সেঞ্চুরি, বাংলাদেশের বড় জয়

অধিনায়কের সেঞ্চুরি, বাংলাদেশের বড় জয়

২২৮ রান ওয়ানডে ক্রিকেটে তেমন বড় কোনো স্কোর নয়। বলা যায় মাঝারি মানের। সেই স্কোর নিয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতলো বাংলাদেশ। তাও আবার বেশ বড় ব্যবধানে, ৪৫ রানে। আফগানিস্তানের বিরুদ্ধে এই জয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল।

দুবাইয়ে শুক্রবার টসে হেরে বাংলাদেশ ব্যাট করতে নামে। অধিনায়ক আজিজুল হাকিম ম্যাচে সেঞ্চুরি হাঁকান। ১৩৩ বলে তার ১০৩ রানের ইনিংস বাংলাদেশের স্কোরকে দুশোর ওপরে পৌছে দেয়। ওপেনার কালাম সিদ্দিকী ১১০ বলে খেলে করেন ৬৬ রান। দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ সঞ্চয়টা তেমন বড় করতে পারেনি।

অতিরিক্ত খাতে আফগানিস্তান খরচা করে ২১ রান। ক’দিন আগে শারজায় বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে খেলা স্পিনার গজনাফর এই ম্যাচে খেলেন। আফগান এই স্পিনার বোলিং ওপেন করেন। ১০ ওভাওে ১ মেডেনসহ ২৫ রানে তিনি ১ উইকেট পান।

রান তাড়ায় নেমে আফগানিস্তানের শুরুটা তেমন মন্দ হয়নি। ৩০ ওভারে তারা ৩ উইকেটে ১১৬ রান তুলে। কিন্তু সেই জুটি ভাঙ্গতেই আফগানিস্তানের বাকি ব্যাটিং লাইন আপ ধসে পড়ে। গুটিয়ে যায় তাদের ইনিংস মাত্র ১৮৩ রানে।

বাংলাদেশ অধিনায়ক তার দলের সাত বোলারকে এই ম্যাচে ব্যবহার করেন। বল হাতে সফল ছিলেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। দুজনেই তিনটি করে উইকেট পান।

দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার ট্রফি পান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ ১ ডিসেম্বর নেপালের বিরুদ্ধে। গ্রæপ ‘এ’ তে নিজেদের প্রথম ম্যাচে জিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার প্রথম দুই শীর্ষস্থানে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২২৮/৯ (৫০ ওভারে, আজিজুল হাকিম ১০৩, সিদ্দিকি ৬৬, আজিজ ২/২১)। আফগানিস্তান ১৮৩/১০ (৪৭. ৫ ওভাওে, ফয়সাল খান আহমেদজাই ৫৮, আল ফাহাদ ৩/৩৬, ইমন ৩/৪০)। ফল: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৪৫ রানে জয়ী। ম্যাচসেরা: আজিজুল হাকিম।

সম্পর্কিত খবর