করপোরেট ক্রিকেটে ব্র্যাক, ক্লাব ৯৬৯৮ ও বিমান বাহিনীর জয়
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে আজ শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীকে ৩ উইকেটে হারিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। নৌবাহিনীকে একই ব্যবধানে হারিয়েছে ক্লাব ৯৬৯৮। ক্যাডেট একাদশের বিপক্ষে ১ উইকেটে জিতেছে বাংলাদেশ বিমানবাহিনী।
বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নামা সেনাবাহিনী ৩৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান করে। ইনিংস সর্বোচ্চ ৩২ রান আসে অতিরিক্ত খাত থেকে। আরিফুর রহমান রিয়াদ (২৭), সোহানুর রহমান (২৪), মো. রাফি উদ্দিন (২৩), মো, কামরুল হাসান (২১) রান করে দলীয় ইনিংস সমৃদ্ধ করেছেন। শেখ আবু সাঈদ ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন শাহরিয়ার ইসলাম সুমন ও রাজু চৌধুরী। জবাবে তৌহিদুল ইসলাম জয় (৪৭), শাহরিয়ার ইসলাম সুমন (অপ. ৪৩) এবং অমিত ঘোষের কল্যাণে (৩১) ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ব্র্যাক। শাহরিয়ার ইসলাম সুমন ম্যাচসেরা মনোনীত হয়েছেন।
অপর মাচে রাফসান বুলবুলের ৩৯, সাইমুন ইসলামের ৩১, আকিফুর রহমানের ২৩ রানে ভর করে অলআউট হওয়ার আগে ১৮৬ রান করে নৌবাহিনী। মোহাইমিনুল ইসলাম ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন। জবাবে আরিফুল হকের অপরাজিত ৫৯ রানের কল্যাণে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ক্লাব ৯৬৯৮। মোহাইমিনুল ইসলাম ৩৬ এবং রাশেদ ওসমান অপরাজিত ২৮ রান করেন। ম্যাচসেরা হয়েছেন আরিফুল হক।
আরেক ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামা ক্যাডেট একাদশ ১৮৬ রানে অলআউট হয়েছে। রাফি ফাইরোজ হক ৩ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন-৯৭ রানের ইনিংস সমৃদ্ধ ছিল ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায়। লিয়াম ইসলাম ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন। জবাবে শেজান আহমেদের ৪৭, রাউফুন এলাহীর ৪২ এবং মাসুম বিল্লাহর ২১ রানের ইনিংসে ভর করে এক ওভার এবং এক উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বিমানবাহিনী। লিয়াম ইসলাম ম্যাচসেরা।