হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামছে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামছে বাংলাদেশ

প্রথম টেস্টে বাংলাদেশ হেরে বসেছে ২০১ রানে। তাতে এখন দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচটা সফরকারীদের জন্য হয়ে গেছে হোয়াইট ওয়াশ এড়ানোর, সিরিজ বাঁচানোর লড়াই। সেই ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ।

ভেন্যু জ্যামাইকার স্যাবাইনা পার্ক। শেষ তিন বছরে এখানে কোনো টেস্ট মাঠে গড়ায়নি। তবে এই ভেন্যু স্বাগতিক উইন্ডিজের জন্য বেশ পয়ামন্ত। যে কোনো এক ফরম্যাটে প্রতি সিরিজে এখানে একটা ম্যাচ খেলেই থাকে ক্যারিবীয়রা। 

যার ফলে মাঠটা হাতের উল্টো পিঠের মতো চেনা তাদের, যা দলটাকে সুযোগ করে দিচ্ছে সিরিজের স্কোরলাইনটাকে ২-০তে রূপ দেওয়ার। যদি তা হয়, তাহলে প্রায় ২৮ মাস পর কোনো দলকে হোয়াইটওয়াশ করবে উইন্ডিজ। সেবারও দলটা ছিল এই বাংলাদেশই। 

এই সিরিজ তো বটেই, বাংলাদেশ শেষ অনেক দিন ধরে ভুগছে তাদের ব্যাটিং নিয়ে। টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি… সব ফরম্যাটেই এক দৃশ্যের অবতারণা ঘটে। সে দৃশ্যটা বদলানোর মিশন আজ দলের।

এমনিতে প্রথম টেস্টে বোলাররা নেহায়েত মন্দ করেননি। যদিও প্রথম ইনিংসে উইন্ডিজকে চেপে ধরেও ৪৫০ করতে দেওয়ার দায়টা কম নয় বোলারদের। দ্বিতীয় ইনিংসে দারুণ বল করে উইন্ডিজকে ১৫২ রানে অলআউট করেছিল বাংলাদেশ। আজ সেটাই ধরে রাখার মিশন থাকবে বোলারদের।

সব মিলিয়ে এই টেস্টে হার এড়াতে হলেও জিগসও পাজলের এইসব টুকরোগুলো জোড়া লাগানোর দুরূহ কাজটা সারতে হবে দলকে। সেসব মিললেই কেবল ইতিবাচক কোনো ফল আনা সম্ভব। মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ আজ নিশ্চয়ই তা করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে।

সম্পর্কিত খবর