ডাচদের গুঁড়িয়ে ভারতের ৯ এ ৯
সেমিফাইনাল, গ্রুপ শ্রেষ্ঠত্ব সবই আগে থেকে নিশ্চিত ছিল ভারতের। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা তাই ছিল স্রেফ নিয়মরক্ষার। সে ম্যাচেও ভারত খেলেছে, জিতেছে বেশ পেশাদারি ঢঙে। ২০২৩ বিশ্বকাপের রাউন্ড রবিন পর্যায়ের শেষ ম্যাচে ১৬০ রানের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। তাতে ৯ ম্যাচের সবকটিতে জিতে তবেই সেমিতে পা রাখল রোহিত শর্মার দল।
ম্যাচটা নিয়মরক্ষার, তাই ভারতের কাছে পরীক্ষা-নিরীক্ষাই ছিল সর্বাগ্রে। না, দলের সবাইকে বিশ্রাম দিয়ে দেয়নি ভারত, পরীক্ষাটা চলেছে খানিকটা ভিন্নভাবে। টস জিতে রোহিত নিলেন ব্যাটিং। রান তাড়া করায় বিরাট কোহলিদের মুন্সিয়ানা সর্বজনবিদিত, তবে পরে বোলিং করে রান ডিফেন্ড করাটা এখনো তেমন পরীক্ষার মুখে পড়েনি। নেদারল্যান্ডসের বিপক্ষেও পড়ার সম্ভাবনা একেবারেই কম, তবে ফ্লাডলাইটের আলোয় বোলারদের বোলিংটা ঝালাই করে নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চায়নি দলটা, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত এল সে কারণেই।
রোহিত আর শুবমান গিল মিলে প্রথম পাওয়ার প্লেতে তুলে বসলেন ৯১। তখনই আভাস মিলছিল রান উৎসবের। তবে দ্বিতীয় দশকে দুই ওপেনার ফিরে গেলে রানের চাকায় গতি কমে আসে দলটার। সেটা ফিরল ৩০ এর পর গিয়ে। শ্রেয়াস আইয়ার আর লোকেশ রাহুল মিলে রানের গতি বাড়াচ্ছিলেন শুরু থেকেই। ৪০ ওভারে ভারত তুলে ফেলে ২৮৪ রান।
দুজন তাদের সর্বনেশে রূপটা দেখান শেষ দশ ওভারে। বিশেষ করে রাহুল। ৪১তম ওভারের শুরুতে যেখানে তার রান ছিল ৩১ বলে ৩৭, সেখানে তিনি যখন ৫০তম ওভারে বিদায় নিচ্ছেন, তখন রান তার ৬৪ বলে ১০২। শ্রেয়াস শুরু থেকেই ছিলেন মারমুখি, শেষ দশ ওভারেও সেটা ধরে রেখেছেন। তাতেই ১২৮ বল খেলে তাদের জুটির ঝুলিতে উঠে গেছে ২০৮ রান। আর ভারত পেয়ে যায় ৪১০ রানের পাহাড়।
ম্যাচটা শেষ মূলত তখনই। এরপর থেকে ভারতের জয়ের অপেক্ষাই ছিল কেবল। শুরু থেকে ডাচরা উইকেট খুইয়েছে নিয়মিত বিরতিতে, এমন কিছুতে আর যাই হোক ৪১১ রান তাড়া করা যায় না।
সুযোগ পেয়ে রোহিত তার ব্যাটারদের বোলিংটাও পরখ করে নিলেন একটু। বোলিং কার্ডটা দেখুন, বিরাট কোহলি, শুবমান গিল, সূর্যকুমার যাদব, রোহিত নিজে... পুরো দলের স্রেফ লোকেশ রাহুল আর শ্রেয়াসই বল হাতে তোলেননি। না হলে ওয়ানডেতে সবচেয়ে বেশি বোলার ব্যবহারের রেকর্ডটাও গড়ে ফেলত ভারত। শুধু কি হাত ঘোরানো? ব্যাটাররা তো উইকেটও পেয়েছেন! কোহলি আর রোহিত দুজন মিলে তুলে নিয়েছেন প্রতিপক্ষের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে। কোহলি প্রতিপক্ষ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডকে, আর রোহিত প্রতিপক্ষের সর্বোচ্চ রান করা তেজা নিদানামারুকে বিদায় করেছেন। ডাচরা শেষমেশ থেমেছে ঠিক ২৫০ তুলে। দীপাবলি উৎসবের মাঝে ভারতও ম্যাচটা শেষ করে ১৬০ রানের জয়ের আনন্দ নিয়ে।