নিউজিল্যান্ডকে হারানোর খুব কাছে ইংল্যান্ড

নিউজিল্যান্ডকে হারানোর খুব কাছে ইংল্যান্ড

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড জয়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে, এ মুহূর্তে তারা মাত্র ৪ রানে এগিয়ে আছে। ড্যারিল মিচেল ৩১ রান নিয়ে অপরাজিত রয়েছেন, সঙ্গী নাথান স্মিথ এক রান নিয়ে ক্রিজে।

এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৯৯ রানের বিশাল স্কোর করে ১৫১ রানের লিড নেয়। হ্যারি ব্রুকের অসাধারণ ১৭১ রান এবং বেন স্টোকসের ৮০, ওলি পোপের ৭৭ রানের ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দেয়।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে শুরুতেই ক্রিস ওকস এবং ব্রাইডন কার্সের বোলিংয়ে ধাক্কা খায়। টম লাথাম মাত্র এক রানে আউট হন। এরপর ডেভন কনওয়ে (৮) ও রাচিন রবীন্দ্র (২৪) দ্রুত ফিরে যান। কেন উইলিয়ামসন ৬১ রানে লড়াই চালালেও ওকসের বলেই এলবিডব্লিউ হন।

ওকস ৩৯ রানে ৩ উইকেট এবং কার্স ২২ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। কার্স গ্লেন ফিলিপসকে ১৯ রানে এলবিডব্লিউ করেন। নিউজিল্যান্ডের ক্যাচিং দুর্বলতা তাদের বিপাকে ফেলে।

তৃতীয় দিন শেষে ম্যাচটি ইংল্যান্ডের নিয়ন্ত্রণে। নিউজিল্যান্ডকে বাঁচাতে লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে ড্যারিল মিচেলকে করতে হবে অবিশ্বাস্য কিছু।

সম্পর্কিত খবর