টসে দেরি, কিংস্টনের মাঠ ভেজা
দিনটা রোদ ঝলমলে হলেও আগের দিন রাতেই ছিল বৃষ্টি। এ কারণে কিংস্টনের স্যাবাইনা পার্কে নির্ধারিত সময় টসই করা গেল না। বাংলাদেশ সময় আজ শনিবার রাত সাড়ে ৮টায় হওয়ার কথা ছিল টস। খেলা শুরুর সময় ছিল রাত ৯টায়। কিন্তু নির্ধারিত সময়ে হয়নি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দ্বিতীয় টেস্ট।
কিংস্টনের স্যাবাইনা পার্কের আউটফিল্ড ভেজা থাকায় পিছিয়ে যায় টস। স্যাবাইনা পার্কের আউটফিল্ড প্রস্তুতের কাজ চলছে।
অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
স্থানীয় সময় ১১টায় (বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১০টায়) ফের মাঠ পর্যবেক্ষণ করার কথা আম্পায়ারদের।
স্যাবাইনা পার্ক স্বাগতিক উইন্ডিজের জন্য বেশ পয়মন্ত। যে কোনো এক ফরম্যাটে প্রতি সিরিজে এখানে একটা ম্যাচ খেলেই থাকে ক্যারিবীয়রা। যার ফলে মাঠটা হাতের উল্টো পিঠের মতো চেনা তাদের, যা দলটাকে সুযোগ করে দিচ্ছে সিরিজের স্কোরলাইনটাকে ২-০তে রূপ দেওয়ার। যদি তা হয়, তাহলে প্রায় ২৮ মাস পর কোনো দলকে হোয়াইটওয়াশ করবে উইন্ডিজ। সেবারও দলটা ছিল এই বাংলাদেশই।
সন্দেহ নেই লড়াইটা কঠিন। সিরিজে সমতা ফেরাতে উন্নতি করতে হবে ব্যাটিংয়ে। কিন্তু এই উইকেট সহজ হবে না মেহেদী হাসান মিরাজদের জন্য! হেরে গেলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে তাদের।