আশরাফুলকে স্বস্তি দিলেন মুমিনুল
ক্রিকেট রেকর্ডের খেলা। কিন্তু এমন রেকর্ড নামের পাশে যোগ হোক নিশ্চয়ই কোন ক্রিকেটারই চায় না! কিন্তু অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক অনেক সময় হতে হয়। ব্যর্থতাই একজন ক্রিকেটারকে তিক্ত সেই ব্যাপারটির মুখোমুখি করে দেয়। এই যেমন এবার মুমিনুল হক তেমনই এক রেকর্ডের মালিক বনে গেলেন তিনি।
বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড যার মুমিনুল হকেরই কীনা সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড! শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের প্রথম দিনই এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক বনে গেলেন সাবেক এই অধিনায়ক!
এতোদিন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে যৌথভাবে নাম্বার ওয়ানে ছিলেন মুমিনুল হক। শনিবার টেস্টের প্রথম দিনে শূন্য রানে আউট হয়ে তিনি তিক্ত এই রেকর্ডের শীর্ষে উঠে গেলেন। দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি শূন্য তারই।
টেস্টে ১২৮ ইনিংস খেলে ১৭ বার শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন মুমিনুল। ১১৯ ইনিংস খেলে ১৬ বার শূন্য করে বিদায় নিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক আশরাফুল। ১৩ বার করে শূন্য রানে আউট- মুশফিকুর রহিম, সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।
এরপরই আছেন মাশরাফি বিন মুর্তজা। ১২ বার শূন্যতে আউট তিনি। ১১ বার শূন্য করে আউট তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও খালেদ মাসুদ।
এমনিতে টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তিক্ত বিশ্বরেকর্ড কোর্টনি ওয়ালশের। টেস্ট ক্যারিয়ারে শূন্য রানে আউট হয়েছেন ৪৩ বার। স্টুয়ার্ট ব্রড ৩৯বার আউট হয়েছেন শূন্য রানে।
এদিকে মুমিনুলের এমন রেকর্ডের দিনে ১ম ইনিংসে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলেছে ৬৯ রান। দুইবার জীবন পেয়ে সাদমান ইসলাম অপরাজিত ১০০ বলে ৫০ রানে। একবার জীবন পেয়ে শাহাদাত হোসেন দীপু ৬৩ বলে ১২ রানে অপরাজিত।