অজি শিবিরে ধাক্কা
অস্ট্রেলিয়ার জন্য সিরিজের শুরুটা ভালো হয়নি। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে দলটা। এরপর অ্যাডিলেড টেস্টের আগে আরও এক দুঃসংবাদ শুনল অজিরা। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন জস হেইজেলউড।
‘লো গ্রেড লেফট সাইড’ চোট পেয়েছেন তিনি। যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়ার দুঃসংবাদ এখানেই শেষ হচ্ছে না। সিরিজের বাকি ম্যাচগুলোতেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করলেও চোট পাওয়ার সঠিক কারণ জানায়নি। দলের সঙ্গেই থাকবেন হেইজেলউড। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
তবে এই ইনজুরির ফলে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ বড় ধাক্কা খেল। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজে পেস ত্রয়ী-হেইজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স একসঙ্গে খেলার সুযোগ পাননি। এবারও তা হচ্ছে না দলটার।
হেইজেলউডের অনুপস্থিতিতে তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেটকে। এর মধ্যে স্কট বোল্যান্ড একাদশে জায়গা পেতে পারেন। এই ৩৫ বছর বয়সী পেসার এখন পর্যন্ত ১০ টেস্টে ৩৫ উইকেট নিয়েছেন।