৩১-এ চলে গেলেন কমনওয়েলথ সোনাজয়ী সাদিয়া

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৩৬ পিএম | ০২ ডিসেম্বর, ২০২৪

অকালেই চলে গেলেন এক সময়ের তারকা শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। আজ ২ ডিসেম্বর সোমবার চট্টগ্রামে মারা গেছেন সাবেক এই শ্যুটার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র ৩১ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন সাদিয়া।

২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে সোনা জিতে আলোচনায় আসেন সাদিয়া। তারপর ওই বছরই জিতেছিলেন কমনওয়েলথ শুটিংয়ের সোনা। ১০ মিটার এয়ার রাইফেলে সেবার দলগত ইভেন্টে শারমিন রত্নার সঙ্গে মিলে জেতেন সোনার পদক। নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়!

এরপর ২০১৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসেও সোনাজয়ী ছিলেন সাদিয়া। এরপরই আলোচনা থেকে হারিয়ে যান তিনি। অনেকটা অন্তরালেই ছিলেন। আর আজ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি। সাদিয়ার এই অকাল মৃত্যুর কারণটি এখনো নিশ্চিত করা যায়নি।

এর আগে ২০১৭ সালে তার জীবনে ঘটেছিল বড় এক ট্র্যাজেডি। অগ্নিদগ্ধ হয়েছিলেন সাদিয়া। বাড়িতে গ্যাসের চুলা থেকে তার শরীরে আগুন ধরে। তারপর দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু এরপর থেকে আর তেমন করে স্বাভাবিক জীবন কাটাতে পারেননি সাদিয়া।

এবার ৩১ বছরেই চিরতরে চলে গেলেন কৃতি এই শুটার!

খেলার দুনিয়া | ফলো করুন :