ওয়ানডে সিরিজে ২১১ রান তুলে টি-টোয়েন্টি দলে সুপ্তা
১৬ মাস পর তিনি ফিরেছিলেন ওয়ানডে দলে। ফিরেই ব্যাট হাতে দেখালেন দাপট। তাইতো টি-টোয়েন্টি দলেও এবার জায়গা পেয়ে গেলেন শারমিন আক্তার সুপ্তা। প্রায় দুই বছর পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি। তারচেয়ে বড় চমক প্রায় ছয় বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন জান্নাতুল ফেরদৌস।
ওয়ানডে সিরিজে আজ সোমবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই দিনই প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করল বিসিবি। বিশ্বকাপের দল থেকে চারটি পরিবর্তন এসেছে এখানে।
সাথি রানী চোটের কারণে দলে নেই। বিশ্রাম পেয়েছেন এক টানা খেলতে থাকা দুই নিয়মিত বোলার মারুফা আক্তার ও সুলতানা খাতুন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২১১ রান করেছেন শারমীন আক্তার সুপ্তা। এই সাফল্য তাকে নিয়ে এসেছে টি-টোয়েন্টি দলে।সবশেষ ২০২২ সালের ৭ ডিসেম্বর নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। বড় একটা সময় জাতীয় দলের বাইরে কাটিয়ে ফিরলেন এই ব্যাটার।
এই সিরিজে মারুফা আক্তার ও সুলতানার পরিবর্তে ডাকা হয়েছে জান্নাতুল সুমনা ও ফারিহা তৃষ্ণাকে। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন শারমিন। ২৪ বছর বয়সী জান্নাতুল ২০১৮ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি অভিষেকের পর আর মাঠে নামেননি। অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন তিনি।
এরপর দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে খেলেন। এবার ডাক পেলেন জাতীয় দলে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ৫ ডিসেম্বর। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ম্যাচই। প্রথম দুই ম্যাচ শুরু দুপুর ২টায়। শেষ ম্যাচটি শুরু সকাল ১০টায়।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমীন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই
দিশা বিশ্বাস, শামীমা সুলতান ও শারমীন সুলতানা।