ইতিহাস গড়ে বিশ্বকাপ হকিতে বাংলাদেশ

ইতিহাস গড়ে বিশ্বকাপ হকিতে বাংলাদেশ

নতুন এক মাইলফলক তৈরি করেছে বাংলাদেশ হকি। এই প্রথমবারের মতো যুব বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। মঙ্গলবার ওমানের রাজধানী মাসকটে জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশ এই মর্যাদা অর্জন করেছে।

এই ম্যাচে খেলতে নামার আগেই অঙ্কটা জানা ছিল বাংলাদেশের। জিততে পারলেই তাতে গ্রুপে অন্তত পজিশনটা নিশ্চিত হবে। আর তাতেই যুব বিশ্বকাপে খেলার টিকেট মিলবে। ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঝাঁপায় বাংলাদেশ দল। পুরো ম্যাচে দাপট দেখিয়ে জিতে ৭-২ গোলে। এই ব্যবধানই জানাচ্ছে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি থাইল্যান্ড।

মাসকটে এই টুর্নামেন্ট শুরুই করেছিল বাংলাদেশ সাফল্য দিয়ে। প্রথম ম্যাচে তারা হারায় স্বাগতিক ওমানকে ৩-১ গোলে। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে বড় হারে বিশ্বকাপে খেলার স্বপ্নটা বড় ধাক্কা খায়। ৯-০ গোলে পাকিস্তানের কাছে সেই ম্যাচ হারে বাংলাদেশ। মালয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচেও বাংলাদেশ পিছিয়ে পড়ে। তবে পিছিয়ে পড়েও সেই ম্যাচ কোনোক্রমে ২-২ গোলে ড্র রাখতে সমর্থ হয়। সেই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টই বাংলাদেশের সাহস বাড়ায়। চতুর্থ ম্যাচেও চিনের বিরুদ্ধে ড্র করে বাংলাদেশ। ম্যাচটা শেষ হয় ১-১ গোলে। এই ড্র’য়ে বাংলাদেশের যুব বিশ্বকাপের টিকেট অর্জনের স্বপ্নটা আরো বড় হয়। মঙ্গলবার থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জিততে পারলেই স্বপ্ন সফল- এই মিশন নিয়ে নামে বাংলাদেশ দল। দারুণ আক্রমনাত্মক খেলে ম্যাচ জিতে বড় ব্যবধানে। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল সামনের যুব বিশ্বকাপে খেলার মিশন।

জুনিয়র এশিয়া কাপের শীর্ষ ছয়টি দল সামনের বছরের যুব বিশ্বকাপ হকিতে খেলার মর্যাদা পাবে। পাঁচ ম্যাচ শেষে ৮ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন নিশ্চিতভাবেই এই ছয় দলের মধ্যে থাকছে।

সামনের বছর যুব বিশ্বকাপ হকির আসর বসবে ভারতে। হকি বিশ্বকাপের যে কোনো ফরমেটে এই প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ।

অভিনন্দন বাংলাদেশ হকিকে!

সম্পর্কিত খবর