শেষ ওভারে এসে হারল বাংলাদেশ

শেষ ওভারে এসে হারল বাংলাদেশ

সেমি-ফাইনালের টিকিট আগেই পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। কিন্তু এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে জিততেও হেরে গেল বাংলাদেশ দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২২৯ রান। কিন্তু তিন বল বাকি থাকতে ২২১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা।

শেষদিকে এসে জিততে ৪ বলে দরকার ছিল ৮ রান। হাতে তখন ১ উইকেট। কিন্তু সমীকরণটা ঠিকঠাক মিলল না। 'বি' গ্রুপ থেকে আগেই সেমি-ফাইনালে খেলবে। গ্রুপ রানার্স আপ হওয়ায় শুক্রবার বাংলাদেশ সেমিতে লড়বে 'এ' গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে।

দুবাইয়ে এদিন ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে অলআউট হয়ে করে ২২৮ রান। বিমাথ দিনসারা সেঞ্চুরি তুলে নেন। জবাবে নেমে বাংলাদেশ ২২১ রানে অলআউট। এদিন রান তাড়ায় কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরারের উদ্বোধনী জুটিতে আসে ৫২ রানে। ২৪ রান তুলেন জাওয়াদ।

ইনফর্ম বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৮) ও মোহাম্মদ শিহাব জেমস (৬) দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ দল। তারপর কালাম-দেবাশীষ দেবা জুটি মিলে ৭৪ রান করেন। ৮টি চার ও এক ছক্কায় ৯৫ রান তুলে ফেরেন কালাম সিদ্দিকী। তারপরই খেই হারিয়ে ফেলে দল। দেবাশীষ ৩২ রান করে ফেরেন।

তবে এই হারে অস্বস্তির কিছু নেই। এশিয়া কাপের সেমি-ফাইনালের আগে নিজেদের ভুলগুলো দেখে নেওয়ার সুযোগটা পেয়ে গেল যুবারা। এখন এই ধাক্কা সামলে উঠতে পারলেই হয়!

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৯.২ ওভারে ২২৮ (পেরেরা ১৯, সিগেরা ৫, শানমুগানাথান ৪, দিনসারা ১০৬, আবেসিংহে ২১, গামাগে ১০, চামুদিথা ২০, থিওমিকা ২২, মানিশা ১০, রাঞ্জিথকুমার ১, মাথুলান ০*; ফাহাদ ৯.২-০-৫০-৪, ইকবাল ১০-০-৫৬-১, রিজান ১০-০-৪০-৩, রাফি ১০-০-৩৬-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৩ ওভারে ২২১/১০ (জাওয়াদ ২২, কালাম ৯৫, আজিজুল ৮, শিহাব ৬, দেবাশিষ ৩১, রিজান ০, ফরিদ ২৪, সামিউন ১৪, রফি ২, ফাহাদ ০, ইকবাল ৪*; চামুদিথা ৯-০-৪৮-১, মাথুলান ৮.৩-১-২৯-১, থিওমিকা ১০-০-৩৭-৩, মানিশা ১০-০-৪০-১)

ফল: ৭ রানে জয়ী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল
ম্যাচসেরা: ভিমাথ দিনসারা

সম্পর্কিত খবর