ভারতের বিপক্ষে সমান তালে লড়তে চান রাচিন রবীন্দ্র
চলমান বিশ্বকাপ স্বপ্নের মতো কাটছে নিউজিল্যান্ড ব্যাটার রাচিন রবীন্দ্রর। এবারের বিশ্বকাপে গড়েছেন বেশকিছু রেকর্ডও। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে হাঁকিয়েছেন তিন সেঞ্চুরিও, যা কোনো বিশ্বকাপের এক আসরে যেকোনো কিউই ব্যাটার হিসেবে সর্বোচ্চ। রাচিনের এই অতিমানবীয় ব্যাটিংয়ের সুবাদে আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড। তবে শুধু সেমিতে উঠেই সন্তুষ্ট নন এই তরুণ ব্যাটার। হুঁশিয়ারি জানিয়ে রাখলেন, সেমিতে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের সঙ্গে কিউইরা লড়াই চালিয়ে যাবে সমান তালেই।
রাচিন বলেন, “একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে, ভারতীয় দর্শকভর্তি ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা, তাও সেটি ভারতের বিপক্ষেই যারা এখন পর্যন্ত এই মাঠে অপরাজিত। আমরা সেমিতে ভারতের বিপক্ষে সমান তালেই লড়াই করব, নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করব। আমরা ভালো করেই জানি, ক্রিকেটে আমরা প্রত্যেক ম্যাচই জিততে পারব না। আপনি যেকোনো দিনে হারতে পারেন কিংবা জিততে পারেন। কিন্তু আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়েই ভারতের বিপক্ষে খেলার চেষ্টা করব, বাকিটা ভাগ্যের হাতে।”
এর আগে ২০১৯ বিশ্বকাপেও ভারতের বিপক্ষেই সেমিফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। ৪ বছর পর আবার একই প্রতিপক্ষের বিপক্ষে খেলা হলেও এই ভারতীয় দল পূর্বের তুলনায় অনেক বেশি পরিণত ও শক্তিশালী। এর মধ্যে রোহিত শর্মাদের জন্য বাড়তি সুবিধা হিসেবে থাকছে হোম অ্যাডভান্টেজ। তবুও গত বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে নিজেদের জয়ের সুখস্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে নিতেই পারে কিউইরা।