এই জয়কে বড় অর্জন বলছেন অধিনায়ক মেহেদি

এই জয়কে বড় অর্জন বলছেন অধিনায়ক মেহেদি

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ খেলেননি। নতুন অধিনায়ক হিসেবে সিরিজের প্রথম টেস্টে টস করতে নামেন মেহেদি হাসান মিরাজ। সেটা ছিল তার ক্যারিয়ারের ৫০ তম টেস্ট। সেই টেস্টে বাংলাদেশ দল বাজে ব্যাটিং করে। বড় ব্যবধানে হারে।

তবে সেই দুঃখ ঘুচিয়ে অনেকদিন ধরে গল্প করার মতো ঘটনা ঘটলো সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে। এবার বাংলাদেশ জিতলো ১০১ রানের বড় ব্যবধানে। সেই সঙ্গে সিরিজ ড্র। অধিনায়কত্বের দ্বিতীয় টেস্টেই জয়! তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ। পিছিয়ে পড়েও করলো সিরিজ ড্র। অধিনায়ক হিসেবে নিশ্চয়ই জ্যামাইকা টেস্টকে কখনো ভুলবেন না মেহেদি হাসান মিরাজ।

ম্যাচ শেষে নিজের নিজের সেই আনন্দ প্রসঙ্গে মেহেদি জানালেন, ‘আলহামদুল্লিাহ! খুব ভালো লাগছে। সিরিজের প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে জিতেছি, এটাকে আমি বড় অ্যাচিভমেন্টই বলবো। এই প্রথমবারের মতো টেস্টে অধিনায়কত্ব করছি, তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এসব দিক বিবেচনা করলে বলা যেতেই পারে এই জয় আমার এবং আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। খেলোয়াড়রা সবাই এই টেস্টে খুব ভালো ক্রিকেট খেলেছে। এই জয়ের ক্রেডিট সবার। মাঠে যখন যা এবং যেটা আমি পরামর্শ দিয়েছি, সবাই সেটা মেনে নিয়েছে। এটাও আমার অনেক ভালো লেগেছে। এই কন্ডিশনে খেলা সহজ বিষয় নয়। প্রত্যেক খেলোয়াড়ের জন্য বিষয়টা কঠিন ছিল। তবে মানসিকভাবে আমরা সেই শুরু থেকে সবারই চাওয়া ছিল একটাই-এই ম্যাচ জিততে হবে। একেবারে মন থেকে সবাই চেয়েছিল এই ম্যাচটা জিততে। আমরা সবাই সেই চেষ্টা করেছি এবং সফল হয়েছি।’

সম্পর্কিত খবর