রেকর্ড গড়লেন অধিনায়ক রোহিত
এবারের বিশ্বকাপ আসরে অপ্রতিরোধ্য ভারত, এই দলকে নেতৃত্ব দিচ্ছেন ‘হিটম্যান’ রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে সফলদের কাতারে উপরের দিকেই রয়েছে তার নাম। এবার রেকর্ডের খাতায় ভারতের আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও টপকে গেলেন তিনি।
চলতি আসরে দুর্দান্ত খেলা উপহার দিয়ে যাচ্ছে পুরো ভারত দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ক্ষেত্রেই দেখাচ্ছে নিজেদের একক আধিপত্য। কোনো দলই মাথা তুলে দাঁড়াতে পারেনি ভারতের সামনে। টানা নয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্রথম রাউন্ড শেষ করল তারা।
সবশেষ গতকাল (রবিবার) ডাচদের বিপক্ষে ম্যাচটির মাধ্যমে এবারের বিশ্বকাপে ৫০০ রানের ঘরে প্রবেশ করলেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ডের মাইলফলক স্পর্শ করে তিনি ভেঙে দিলেন সৌরভ গাঙ্গুলির রেকর্ড।
২০০৩ বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌরভ। সেই আসরে ১১ ইনিংসে করেছিলেন ৪৬৫ রান। ‘প্রিন্স অব কলকাতা’র ২০ বছর আগের সেই রেকর্ডটি ২০২৩ সালে এসে ভাঙ্গলেন রোহিত। এবারের আসরে এখন পর্যন্ত খেলা নয়টি ম্যাচে রোহিতের মোট রান ৫০৩। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দুটো মাথায় রাখলে তার এই রানসংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আরেকটি রেকর্ডেও সৌরভকে পেছনে ফেলেছেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের কৃতিত্ব নিজের করে নিলেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা ৯ ম্যাচ জিতলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে সৌরভ জিতেছিলেন টানা ৮ ম্যাচ।
আগামী বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা আড়াইটায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে খেলতে নামবে রোহিতের দল। দুর্দান্ত ফর্মে থাকা ভারতকে জয় এনে দিতে বড় অবদান রাখতেই চাইবেন রোহিত। ব্যাট হাতে বিগত ম্যাচগুলোতে যেভাবে বিপক্ষ দলের বোলারদের নাস্তানাবুদ করেছেন সেরকম আবারও করে দেখাবেন, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। ফাইনালে ওঠার লড়াইয়ের দিন সবার নজর থাকবে তাই রোহিতের দিকেই।