মাশরাফির বিপিএলে খেলা নিয়ে মুখ খুলল সিলেট ফ্র্যাঞ্চাইজি
মাশরাফি বিন মর্তুজা কি খেলবেন এ মাসে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)? আরেকটু সরাসরি বলা যায় তিনি কি খেলার সুযোগ পাবেন?
আপাতত পরিস্থিতি যা তাতে সরাসরি উত্তর দিতে পারছেন না কেউই। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই তার খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকায় এখন অনেকেই বলছেন মাশরাফিকে সুযোগ দেওয়া উচিত হবে না। হাতে সময়ও বেশি নেই, ৩০ ডিসেম্বর শুরু বিপিএল। তার আগে আজ বৃহস্পতিবার মাশরাফির বিপিএল খেলা নিয়ে মতামত জানাল সিলেট ফ্র্যাঞ্চাইজি।
দলটির মালিক মাহিন মাজহার গণমাধ্যমে বলেন, ‘দেখুন, বিসিবি মাশরাফিকে ড্রাফটে রেখেছে। আমাদের সঙ্গে তিনি আগের দুটি আসরে ছিলেন। দুই আসরেই অসাধারণ ছিল। ওটার কথা যদি চিন্তা করি তাকে আমাদের নিতেই হতো। আমাদের সেট-আপ টেনে নেওয়ার একটা ব্যাপার তো আছে। ক্রিকেটে লিডার হিসেবে ওর সেন্স খুবই ভালো। সবসময়ই সে বাংলাদেশকে দিয়ে গেছে।’
এখানেই শেষ নয়, সিলেটের মালিক আরও বলেন, ‘(মাশরাফি) বহু দিয়ে গেছে, সে হয়তো পারফর্ম করতে পারেনি কোনো কোনো সময়। কিন্তু সে তার যে ক্রিকেটিং জ্ঞান ও সেন্স সেটা দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছে। এখন বোর্ডের ওপর অনেক কিছুই নির্ভর করে। বোর্ড তাকে ড্রাফটে রেখেছে, এখনও অন্য কোনো নির্দেশনা পাইনি। সে দলে আছে।’
তবে বিগত কয়েক বছর ফিট না থেকেও খেলেছেন মাশরাফি। এবার ফিটনেস থাকলে কেন খেলতে পারবেন না? এই প্রশ্নের মুখে মাহিন মাজহার বলেন, ‘ও (মাশরাফি) গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার আপনাকে প্রশ্ন যদি সে ফিট না হয় তাহলে কি তার খেলা উচিৎ? বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিৎ না। একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে। মাশরাফি যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার মতামতে আমরা শ্রদ্ধা করব।’
গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি (৪০ লাখ টাকা) থেকে মাশরাফিকে দলে নিয়েছিল সিলেট। যদিও এখন তাকে খেলানো যাবে কীনা এনিয়ে শঙ্কায় আছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি।