ডোনাল্ডকে নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপ চলাকালীনই এই ঘোষণা দিয়েছিলেন তিনি। তাই বাংলাদেশ দলের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় শেষে ভারত থেকেই সরাসরি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন তিনি।
তাঁর বিদায়ে দলের সকল খেলোয়াড়েরাই কমবেশি ডোনাল্ডের অভাব অনুভব করবে বলে জানিয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদ তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ডোনাল্ডের সাথে একটি সেলফি আপলোড দিয়ে তাতে লিখেছেন, ‘একজন কিংবদন্তি এবং একজন ভদ্রলোক। এত সুন্দর একটা মানুষ। আপনার সাথে কাজ করার সময়গুলো আনন্দদায়ক ছিলো।'
২০২২ সালে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেন ডোনাল্ড। সাবেক এই প্রোটিয়ান ফাস্ট বোলারের কোচিংয়ের কারণে টাইগার পেসারদের উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। সকলের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা ডোনাল্ড খুব অল্প সময়েই সকলের পছন্দের কোচ হয়ে উঠলেন।
নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকলেও তা আর নবায়ন করেননি ডোনাল্ড। তাই এখানেই দেড় বছরের দায়িত্বের ইতি টেনে বিদায় নিলেন তিনি।