বিসিবির কাছে সমস্যা সমাধান চাইছে রংপুর
বড় সঙ্কটে পড়েছে রংপুর রাইডার্স। গ্লোবাল টি-টোয়েন্টিতে দল ফাইনালে উঠেছে। কোথায় একটু আনন্দ-ফুর্তি করবে, তা না করে এখন দুঃশ্চিন্তায় মাথায় হাত টিম ম্যানেজমেন্টের। ফাইনাল না খেলেই টুর্নামেন্ট থেকে ফিরে আসতে হতে পারে তাদের! পরিস্থিতি এখন তেমনই।
আমেরিকায় এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। কিন্তু এরই মধ্যে দলের তিনজন খেলোয়াড়কে ফিরে এসে ওয়ানডে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলেছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রয়েছেন রংপুর রাইডার্সের এই তিন খেলোয়াড়। এরা হলেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেন।
গ্লোবাল টি- টোয়েন্টির গ্রুপ পর্যায়ের খেলা পর্যন্ত এই তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বিসিবি। কিন্তু এখন তাদের ফিরে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হুকুম জারি করেছে তারা। এখন তারা ফিরে এলে গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে একাদশ সাজানোই রংপুরের জন্য কঠিন হয়ে পড়বে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রত্যেক দেশকে তাদের নিজস্ব সাতজন স্থানীয় খেলোয়াড়কে রেখে একাদশ সাজাতে হবে। কিন্তু বিসিবি তিন ক্রিকেটারকে ফিরিয়ে নিলে রংপুরের পক্ষে এই নিয়ম মেনে একাদশ সাজানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এমন অবস্থায় ফাইনালে মাঠে না নেমে তাদের ওয়াকওভার দিতে হতে পারে! বিসিবির কাছে এই সমস্যা সমাধানের জন্য আকুল আকুতি জানিয়েছে রংপুর রাইডার্স।
এক বিবৃতিতে রংপুর রাইডার্স বলেছে, ‘বিসিবি যদি তাদের সিদ্ধান্তে অনঢ় থাকে তাহলে ফাইনালে রংপুরের পক্ষে একাদশ সাজানো সম্ভব হবে না। সেক্ষেত্রে ফাইনাল না খেলেই তাদের ওয়াকওভার দিতে হতে পারে! সম্ভবত এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে কখনোই ঘটেনি। যদি এটা ঘটে তবে তা বাংলাদেশ ক্রিকেটের ইমেজ ক্ষুন্ন করবে। রংপুর রাইডার্স এই টুর্নামেন্টে শুধুমাত্র নিজেদের না পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তাই এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে তারা খেলতে না পারলে সেটা হবে ভীষণ হতাশজনক।’