অল-স্টার্সকে হারাল সেনাবাহিনী

অল-স্টার্সকে হারাল সেনাবাহিনী

আজ শুক্রবার ছুটির দিনে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে বাংলাদেশ সেনাবাহিনী ৪০ রানে হারিয়েছে অল-স্টার্সকে।

রাজধানীর পুলিশ স্টাফ কলেজ মাঠে সেনাবাহিনী টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৫তম ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে উদ্বোধনী জুটিতে ওঠে ৫৩ রান। ৮৯, ৯০ ও ৯৯ রানে তিন উইকেট হারিয়ে দলটি দ্রুতই চাপে পড়ে যায়। পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে উইকেটের পতন হলেও নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২১০ রান তোলে সেনাবাহিনী।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করেন সোহানুর রহমান। ৬২ বলের ইনিংস সমৃদ্ধ ছিল দুটি বাউন্ডারি ও এক ছক্কায়। ৪৩ বলে ৪২ রান সংগ্রহ করেন মো. রাফিউদ্দিন আহমেদ। ফয়সাল কবির (২৩), সাইফুল ইসলাম (২২), আরিফুর জামান রিয়াদের (২১) ইনিংসগুলো দলীয় সংগ্রহকে সমৃদ্ধ করেছে। অল-স্টার্সের আশরাফুল জাহিদ ৩০ রানে এবং মুরাদ হোসেন আজাদ ৫১ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে রানা কুমার রায়কে হারিয়ে ধাক্কা খায় অল-স্টার্স। পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তানিম রিজওয়ানের ৪২ রানের ইনিংস ছিল দলীয় সর্বোচ্চ। আশরাফুল জাহিদ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান।

সাজ্জাদ আলম এবং ইমরুল বাশার-দুজনের সংগ্রহ ছিল ১৩ রান। শেষ পর্যন্ত ৩৮ ওভারে অলআউট হওয়ার আগে ১৭০ রান করে অল-স্টার্স। উজ্জ্বল মিয়া ২৭ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন।

সম্পর্কিত খবর