অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:০৩ পিএম | ১৩ নভেম্বর, ২০২৩

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পরবর্তীতে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে দেশে ফেরত এলো তারা। তবে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থাকার সুবাদে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘আনুষ্ঠানিকভাবে’ নিজেদের জায়গা নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।

গতকাল বেঙ্গালুরুতে ডাচদের ১৬০ রানে হারিয়েছে স্বাগতিক ভারত, এতেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়। এর আগ পর্যন্তও দ্বিধায় থাকতে হয়েছিল বাংলাদেশের সমর্থকদের। কারণ ভারতের বিপক্ষে অঘটন ঘটিয়ে ডাচরা জয় ছিনিয়ে নিলে পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে যেত টাইগাররা। ভাগ্যের সহায়তায় এই যাত্রায় রক্ষা পেয়ে গেল বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের মাধ্যমে বিশ্বকাপ এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। এতে আশায় বুক বেঁধেছিল পুরো দেশ। কিন্তু এরপরই শুরু হয় বাংলাদেশ দলের পারফরম্যান্সের পতন। টানা ছয়টি ম্যাচ হেরে সেমির রেস থেকে ছিটকে যায় সাকিবের দল। এক পর্যায়ে শীর্ষ আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পাবে কিনা সেই বিষয়েও দেখা দিয়েছিল শঙ্কা। পরবর্তীতে শ্রীলঙ্কার সাথে জয় পাওয়ার ফলে দুশ্চিন্তা কিছুটা লাঘব পায়।

পয়েন্ট টেবিলের তলানির দুই দল, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে টপকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পেল বাংলাদেশ। এই বিশ্বকাপে প্রাপ্তি বলতে আমরা পেয়েছি শুধুমাত্র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট। তাই বিশ্বকাপের মতো শোচনীয় পারফরম্যান্স নয়, বরং নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য ভালো কোনো অর্জন নিয়ে আসবে টাইগাররা, এমন অপেক্ষাতেই থাকবে সমর্থকরা। 

খেলার দুনিয়া | ফলো করুন :