ঘুমের মধ্যেই চলে গেলেন দেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার

ঘুমের মধ্যেই চলে গেলেন দেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার

বাংলাদেশের ব্যাডমিন্টন অঙ্গনে শোকের একদিন আজ। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব রাসেল ইসমাইল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে গিয়েছিলেন। সেখানেই হোটেলে ঘুমের মধ্যে মারা গেলেন দেশের সেরা আম্পায়ার।

মৃত্যুকালে নাজিব রাসেলের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ারও তিনি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের এলিট প্যানেলে একমাত্র বাংলাদেশি আম্পায়ার ছিলেন নাজিব। শুধু আম্পায়ারিং নয়, ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি।

দেশের বাইরে ম্যাচ পরিচালনা করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এই গুণী ব্যাডমিন্টন আম্পায়ারের। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এক শীর্ষ কর্তা বার্তা ২৪-কে বলেন, ভারতের গৌহাটি ম্যাচ পরিচালনা করতে গিয়েছিলেন নাজিব রাসেল। সেখানে আজ শনিবার সকালেই তার সানরাইজ গৌহাটি মাস্টার্স টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ পরিচালনার কথা ছিল। কিন্তু সকালে ঠিক সময়ে মাঠে তাকে না দেখে কর্মকর্তা ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেন।

ফোন নম্বরে যোগাযোগে ব্যর্থ হয়ে তারা হোটেলে এসে দেখেন দরজা বন্ধ, ভেতর থেকেও কোন সাড়া শব্দ নেই। এরপর স্থানীয় পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ এসে দরজা ভেঙে দেখতে পান ঘুমের মধ্যেই মারা গেছেন নাজিব। ধারণা করা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিশেষ কোনো রোগে আক্রান্ত ছিলেন না তিনি। ব্যাডমিন্টনের কৃতি আম্পায়ার নাজিব রাসেলের মরদেহ আনার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

সম্পর্কিত খবর