টানা দুই জয় আবাহনীর, পয়েন্ট হারাল ব্রাদার্স

টানা দুই জয় আবাহনীর, পয়েন্ট হারাল ব্রাদার্স

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল ঢাকা আবাহনী। আজ শনিবার ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে ধানমন্ডির এই ক্লাবটি। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেছেন সুমন রেজা।

আজ লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে আবাহনীর ম্যাচ ছাড়াও ছিল আরও দুটি ম্যাচ। যেখানে জিতেছে বাংলাদেশ পুলিশ। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে আটকে দিয়েছে ফর্টিজ এফসি।

এবারের আবাহনী দলে অবশ্য নেই কোন বিদেশি ফুটবলার। তারপরও প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নেয় তারা। কিরেরপুল ইয়ং মেন্সকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে। আজও তুলে নিয়েছে আরেকটি জয়! ফরোয়ার্ড সুমন রেজার একমাত্র গোলে আবাহনী হারাল ঢাকা ওয়ান্ডারার্সকে।

প্রিমিয়ার লিগে আবাহনীর ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম নিজ মাঠে ৫৯ মিনিটে কর্নার ভেসে আসা বলে মাথা ছু্ইয়ে গোল করেন ফরোয়ার্ড সুমন রেজা।

এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিজ ইউনিয়নের ম্যাচটি উত্তেজনা ছড়ালেও জিততে কোন দলই। এই ম্যাচে লাল কার্ডের অন্যরতম ঘটনা ঘটল। খেলোয়াড়, কোচিং স্টাফের কেউ নন লাল কার্ড পেলেন ফর্টিজের মিডিয়া ম্যানেজার দিদারুল।

ম্যাচের প্রথম মিনিটেই জাকারিয়ার গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ১৮তম মিনিটে ফর্টিজের হয়ে সমতা ফেরান ওমর বাবু।

প্রিমিয়ার ফুটবল লিগের শনিবারের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ। আল-আমিনের জোড়া গোল করেন। লিগে দুই রাউন্ড শেষে আবাহনী, মোহামেডান ও রহমতগঞ্জ পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে। ব্রাদার্স চার পয়ন্টে নিয়ে চার নম্বরে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আছে এরপরই।

সম্পর্কিত খবর