ভারতকে ১০ উইকেটে উড়িয়ে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
জয়ের মঞ্চটা তৈরি ছিল আগের দিনই। আজ রোববার অ্যাডিলেড টেস্টের প্রথম ঘন্টা পেরোতেই আনুষ্ঠানিকতাটুকুও সেরে নিল অস্ট্রেলিয়া। ভারতকে দিবা-রাত্রির এই গোলাপি বলের টেস্টে তৃতীয় দিনের শুরুতেই চটজলদি অলআউট করে অজিরা। এরপর তাদের সামনে জিততে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান।
আর সেই লক্ষ্য পূরণ করতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার খেলেন ২০ বল। ১০ উইকেটে অ্যাডিলেড টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল প্যাট কামিন্সের দল।
আজ খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যে ১৭৫ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ১ম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৭ রানে পিছিয়ে থাকা রোহিত শর্মার দল লিড নেয় মাত্র ১৮ রানের। এরপর ২০ বল খেলেই অজিরা পা রাখে জয়ের বন্দরে।
সব মিলিয়ে তিন দিনের শুরুতেই শেষ টেস্ট। মাত্র ১০৩১ বলেই শেষ অ্যাডিলেড টেস্ট। এটি অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার লড়াইয়ে সর্বনিম্ন।
১২৮ রানে ৫ উইকেট নিয়ে আজ তৃতীয় দিনে খেলতে নামে ভারত। কিন্তু বাকি ৫ উইকেট নিয়ে তেমন কিছু করতে পারেনি তারা। প্যাট কামিন্স, স্কট বোলান্ড ও মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৫ রানে আটকে দেয় রোহিত শর্মার দলকে। কিন্তু প্রথম ইনিংসে অজিরা ১৫৭ রানের লিড নেওয়ায় পুঁজি দাঁড়ায় মাত্র ১৮ রানের।
তারপর ২০ বলেই দল জয়ের বন্দরে। নাথান ম্যাকসুইনি ১০ ও উসমান খাজা ৯ রানে অপরাজিত। এই জয়ে বর্ডার-গাভাস্কার ট্রফিতে এখন ১-১ সমতা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংসে ১৮০/১০ ও ২য় ইনিংসে: ১৭৫/১০ (রেড্ডি ৪২, গিল ২৮, পন্ত ২৮; কামিন্স ৫/৫৭, বোলান্ড ৩/৫১, স্টার্ক ২/৬০)।
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ৩৩৭/১০ ও ২য় ইনিংসে (লক্ষ্য ১৯): ১৯/০ (ম্যাকসুয়েনি ১০*, খাজা ৯*; বুমরাহ ০/২)।
ফল: ১০ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: ট্রাভিস হেড