বাঁচা-মরার লড়াইয়ে একগাদা রেকর্ড বাংলাদেশের

বাঁচা-মরার লড়াইয়ে একগাদা রেকর্ড বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে হারলেই বিদায় নিতে হতো এশিয়া কাপ থেকে। এমন সমীকরণ নিয়ে নিজেদের শেষ ম্যাচে নেমেছিল বাংলাদেশ। বাংলাদেশ সে ম্যাচটা তো জিতেছে, এশিয়া কাপের সুপার ফোরে খেলাটাও নিশ্চিত করে ফেলেছে। সঙ্গে ভেঙে ফেলেছে একগাদা রেকর্ডও।
সে সব রেকর্ড এক নজরে দেখে নেওয়া যাক–
১. এশিয়া কাপে সর্বোচ্চ রানের রেকর্ড– এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল পাকিস্তানের বিপক্ষে। ২০১৪ এশিয়া কাপে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩ উইকেট খুইয়ে তুলেছিল ৩২৬ রান। সেটাকে দুইয়ে ঠেলে বাংলাদেশ রোববার আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট খুইয়ে করেছে ৩৩৪ রান। গড়ে ফেলেছে এশিয়া কাপে সর্বোচ্চ রানের রেকর্ড।
২. এশিয়ান প্রতিপক্ষের সামনে সর্বোচ্চ রানের রেকর্ড- আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩৩৪ রানের সংগ্রহ সব মিলিয়ে নিজেদের তৃতীয় সর্বোচ্চ। তবে এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের দলীয় ইনিংস। আগের রেকর্ডটা ছিল পাকিস্তানের বিপক্ষে। ২০১৫ সালে দেশের মাটিতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে করেছিল ৩২৯। শেষ আট বছর ধরে এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে সেটাই হয়ে ছিল দলের সর্বোচ্চ রানের ইনিংস। আফগানিস্তান ম্যাচে যা বাংলাদেশ ঠেলে দিয়েছে দুইয়ে।
৩. সর্বোচ্চ রানের জুটি: ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের হয়ে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটাও ভেঙেছে রোববার। এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিটা ছিল ইমরুল কায়েস আর জুনায়েদ সিদ্দিকীর দখলে, পাকিস্তানের বিপক্ষে তারা গড়েছিলেন ১৬০ রানের জুটি। সে রেকর্ড ভেঙে মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে গড়ে তোলেন ১৯০ বলে ১৯৪* রানের জুটি।

সম্পর্কিত খবর