কেমন হতে পারে আজকের বাংলাদেশ একাদশ
২৯৪ রান করে ম্যাচ হারলো বাংলাদেশ। ওয়ার্নার পার্কের এই উইকেটে গড় রান ২৮০’র মতো। ব্যাটিংয়ে যে পজিশনে ছিল বাংলাদেশ তাতে সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রানকে ৩২০ এর কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু শেষের দিকের ব্যাটাররা স্ট্রাইকরেট তেমন বাড়াতে পারলেন কই? তাতেই স্কোর রয়ে গেল তিনশ’র নিচে।
সেই স্কোর ওয়েস্ট ইন্ডিজ বাজে শুরুর পরও টপকে গেল প্রায় হেসেখেলে। জিতলো ৫ উইকেটে। তখনো ম্যাচের ১৪ বল বাকি। তবে সিরিজের প্রথম সেই ম্যাচে হারের জন্য তিনশ না পেরুনোকে দায়ি করছেন না অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বললেন, ২৯৪ রানের স্কোর নিয়ে আমি তৃপ্ত। মাঝের ওভারে আমরা উইকেট তুলে নিতে পারিনি। তাছাড়া সেই হোপ ও শ্যাফরন রদারফোর্ড দুর্দান্ত ব্যাটিং করেছে। এমনটা হতেই পারে। অনেক কিছু শিখেছি আমরা এই ম্যাচ থেকে।’
সেই শিক্ষাটা কেমন হয়েছে সেটা জানা যাবে আজ মঙ্গলবার রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। না জিতলে সিরিজে হার। জিতলে সিরিজে সমতা। এমন সমীকরণ নিয়ে দাড়িয়ে এই ম্যাচ।
ওয়ার্নার পার্কের প্রথম ম্যাচের একাদশে কি কোনো বদল আনবে আজ বাংলাদেশ? সম্ভবত হ্যাঁ আনছে। মুলত বদল আনার ক্ষেত্রে বাংলাদেশের সামনে দুটো অপশন। তিন পেসারের জায়গায় দুজন খেলিয়ে স্পিনার নাসুম আহমেদকে একাদশে রাখা। অথবা বোলিংয়ের আগের কম্বিনেশন রাখা। সেক্ষেত্রে তাসকিন, নাহিদ বা তানজিম সাকিবের যে কোনো একজনের জায়গায় বাঁহাতি শরিফুল ইসলামে আনা।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং বিভাগে কোনো বাঁহাতি বোলার ছিলেন না। বাঁহাতি আফিফ হোসেন একাদশে ছিলেন মুলত ব্যাটার হিসেবে। এই পার্টটাইম বোলারকে সেই ম্যাচে অধিনায়ক ব্যবহারই করেননি। বোলিংয়ে খানিকটা বৈচিত্র আনতে আজকের দ্বিতীয় ম্যাচে সেই ধারণা থেকে বেরিয়ে আসতে পারে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে আজ নাসুম বা শরিফুলের অর্ন্তভুক্তি এখন জোরালো দাবি জানাচ্ছে।