বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের বোলিং কোচের পদত্যাগ

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের বোলিং কোচের পদত্যাগ

অনেক স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিল পাকিস্তান। দুর্দান্ত পেস বোলিং লাইনআপ, সঙ্গে বাবর-রিজওয়ানদের ব্যাটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাঠে বিশ্বকাপ জয়োৎসব করার একটা সুপ্ত বাসনাও ছিল। কিন্তু মূল আসর মাঠে গড়াতেই সব আশা গুঁড়েবালি! পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাবর আজমের দল। বিশ্বকাপের পর পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে কাটাছেড়া, আর তা শুরু হতেই পাকিস্তানের বোলিং কোচের পদ ছেড়ে দিয়েছেন সাবেক প্রোটিয়া পেসার মরনে মরকেল।

গত জুনে ৬ মাসের চুক্তিতে পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন মরকেল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এশিয়া কাপ ও বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন। তবে গত এশিয়া কাপে নাসিম শাহর চোট পাকিস্তানের পেস বোলিং মেশিনকে ক্ষতিগ্রস্ত করেছে বেশ।

চোট থেকে সেরে উঠে দলে ফিরলেও আগের ছন্দে ফিরতে বেগ পেতে হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। অন্যদিকে বিবর্ণ এক বিশ্বকাপ কেটেছে হারিস রউফের। তবে এতসবের পরও এখন পর্যন্ত বিশ্বকাপে পেসারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৫০ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসাররাই।

বিশ্বকাপের পর মাসখানেক বিরতি পাচ্ছেন বাবর আজমরা। আগামী ১৪ ডিসেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অখণ্ড অবসর তাদের। সে সিরিজ শুরুর আগেই মরকেলের বদলি বেছে নেয়ার কথা রয়েছে পিসিবির।

সম্পর্কিত খবর