চ্যাম্পিয়নস ট্রফি পর্যটনগরীতে, বুধবার দেখবেন দর্শকরা
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণের অংশ হিসেবে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছেছে ট্রফিটি। মঙ্গলবার, ১০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীমান্ত সম্মেলেন কেন্দ্র ঊর্মিতে রাখা হয়েছে ট্রফি।
বুধবার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রদর্শনী করা হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির।
২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এসেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘুরবে ট্রফিটি। পাকিস্তান, আফগানিস্তান পর্ব শেষ করে ট্রফিটি এখন বাংলাদেশ সফরে।
এর অংশ হিসাবে আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া উপদেষ্টার সরকারি বাসভবন প্রঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপরই ট্রফি যায় কক্সবাজারে।
বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন রাবিদ ইমাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মূল ট্রফিটি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশসমূহে প্রদর্শনের অংশ হিসেবে গত ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে। কক্সবাজার-এ অবস্থানকালীন সময়ে সীমান্ত সম্মেলনকেন্দ্র ঊর্মি এর সম্মুখের সৈকতে ট্রফি প্রদর্শন করবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে ট্রফি।
এর আগে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ট্রফির সঙ্গে ছবিও তুলেন তিনি। ট্রফিটি ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে।