১০ বছর পর উইন্ডিজের কাছে সিরিজ হার

১০ বছর পর উইন্ডিজের কাছে সিরিজ হার

শেষ অনেক বছর ধরে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে বেশ সমীহজাগানিয়া দল ছিল। তার ছাপ পড়েছিল দলটার ট্র্যাক রেকর্ডেও। তারই একটা ছিল উইন্ডিজের বিপক্ষে দলের ওয়ানডে পারফর্ম্যান্স। ২০১৪ সালের পর থেকে দলটার কাছে আর ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। 

তবে সে দম্ভটা টুটে গেল ২০২৪ সালে এসে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ, ম্যাচটা হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। তাতে উইন্ডিজের কাছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেছে মেহেদি হাসান মিরাজের দল। 

ব্যাটিং ব্যর্থতাই বাংলাদেশের হারের পথটা গড়ে দিয়েছিল। জেডেন সিলসের (৪/২২) বিধ্বংসী স্পেলে সৌম্য সরকার, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ পাওয়ারপ্লে শেষের আগেই আউট হন। ওপেনার তানজিদ হাসান ৩৩ বলে ৪৬ রান তুলে ভালো শুরু করেছিলেন। তবে তিনিও পাওয়ারপ্লে শেষেই বিদায় নেন। ৬৪ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশ বিপাকে পড়ে।  

এক পর্যায়ে ১১৫ রানে ৭ উইকেট খুইয়ে দল আরও বিপদে পড়ে গিয়েছিল। তবে এরপর মাহমুদউল্লাহ (৬২) এবং তানজিম হাসান সাকিব (৪৫) অষ্টম উইকেটে ৯২ রানের রেকর্ড জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছান। ৪৫.৫ ওভারে বাংলাদেশ ২২৭ রান তুলে অলআউট হয়। 

বাংলাদেশের ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিতে ব্র্যান্ডন কিং (৮২) এবং এভিন লুইস (৪৯) ১০৯ রানের ভিত্তি গড়ে দেন। নাহিদ রানা এবং রিশাদ হোসেন উইকেট এনে দিয়েছিলেন। তবে ক্যাসি কার্টি (৪৫) এবং শাই হোপের (১৭*) ইনিংস দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেয়।  

সম্পর্কিত খবর