নতুন চ্যালেঞ্জের খোঁজে অস্ট্রেলিয়া গেলেন জাহানারা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড় জাহানারা আলম এবার নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। অস্ট্রেলিয়ায় সিডনি ক্রিকেট ক্লাবের আমন্ত্রণে সিডনির একটি ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন তিনি। সে টুর্নামেন্টে খেলতে দেশ ছেড়েছেন জাহানারা।
দীর্ঘ এক বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছিলেন আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। এরপর টি-টোয়েন্টি সিরিজেও তিনি খেলেছেন, নিয়েছেন ২ উইকেট। সিরিজের ব্যস্ততা শেষ হতেই তিনি সিডনির বিমানে চেপে বসেছেন।
বাংলাদেশি এই তারকা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, ‘প্রতি সপ্তাহের ছুটির দিনে এখানে ম্যাচ অনুষ্ঠিত হয়। উইকেন্ডে (সপ্তাহান্ত) একটি বা দুটি ম্যাচ হয়। এই লেভেলের পরই অস্ট্রেলিয়ার রাজ্য লেভেল, এরপর জাতীয় দল। গেল অক্টোবর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে, চলবে মার্চ পর্যন্ত। আমাকে ডিসেম্বরের মধ্যেই দলে যোগ দিতে হবে।’
সে টুর্নামেন্টে খেলতে তিনি ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন। স্পোর্টস বাংলাকে তিনি জানিয়েছেন, ‘সিডনিতে এই টুর্নামেন্ট খেলতে আমি এখন সিডনি যাচ্ছি। আমার জন্য অনেক দোয়া করবেন।’