তামিমের ব্যাটে চড়ে চট্টগ্রামের প্রথম জয়
সিলেটের একাডেমি মাঠে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এনসিএলের দ্বিতীয় দিনে চট্টগ্রাম ১২ রানে স্বাগতিক সিলেটকে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম তামিম ইকবালের ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে ১৩৩ রান তুলতে অলআউট হয় সিলেট।
সিলেট অ্যাকাডেমি মাঠে আজ সিলেটের বিপক্ষে ম্যাচটা কুয়াশার কারণে নেমে আসে ১৫ ওভারে। ব্যাট হাতে ইনিংসের শুরুতেই ঝড় তোলেন তামিম। সঙ্গ দেন মাহমুদুল হাসান জয়। দুজন মিলে ৬.৪ ওভারেই তুলে ফেলেছিলেন ৮০ রান।
নাঈম আহমেদের স্পিনে প্রথম ওভার থেকে ১৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম। তবে তামিম ঝড় শুরু হয় এবাদত হোসেনের ওভার থেকে ১৪ রান তুলে। এরপরও পেসার খালেদ আহমেদ, আবু জায়েদ রাহিরাও তার ঝড় থামাতে ব্যর্থ হন।
৬ ওভারে বিনা উইকেটে ৭৬ রান তুলেছিল চট্টগ্রাম। তবে সপ্তম ওভারে ১৭ বলে ২৯ রান করা জয়কে আউট করেন ইবাদত। এরপরও তামিম তাঁর ইনিংস ধরে রেখে ২৭ বলে ফিফটি পূর্ণ করেন এবং পরের দুই বলে হাঁকান টানা দুই ছক্কা।
তবে ১১তম ওভারে ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস থেমে যায় তামিমের। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। তোফায়েল আহমেদের বলে খালেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
তামিম আউট হওয়ার পর চট্টগ্রামের ইনিংসে ধস নামে। অধিনায়ক ইয়াসির রাব্বি ও সাজ্জাদুল রিপন দ্রুত ফিরে যান। এরপরও আর বড় কোনো ইনিংস খেলতে পারেননি চট্টগ্রামের কোনো ব্যাটার। ফলে ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটা সংগ্রহ করে ১৪৫ রান।
১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট প্রথম বলেই ওপেনার জিশান আলমকে হারায়। গোল্ডেন ডাক মারেন এই ওপেনার। হাসান মুরাদের বলে আউট হওয়া জিশানের সঙ্গে ৭ রানে আরও দুই উইকেট হারায় সিলেট। এরপর তৌফিক খান তুষারের ৩৬ বলে ৭৬ রানের বিস্ফোরক ইনিংস সিলেটকে লড়াইয়ে রাখে।
তুষার ও ওয়াসিফ আকবর ৪২ বলে ৭৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। তবে তুষারকে বিদায় করেন নাঈম। এরপর সিলেটের ব্যাটিং লাইন ধসে পড়ে। শেষ পর্যন্ত ১৪.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে চট্টগ্রাম পায় ১২ রানের জয়।
চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ও নাঈম ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া শরিফ ২টি ও ইরফান ও ফরহাদ ১টি করে উইকেট নেন।