একদিন পেছালো বিসিবির বোর্ড সভা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:২০ পিএম | ১৩ নভেম্বর, ২০২৩

কথা ছিলো বোর্ডে হবে গুরুত্বপূর্ণ মিটিং। ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিলো নির্বাচকদের সাথে গুরুত্বপূর্ণ সভা আছে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। গণমাধ্যম কর্মীদেরও প্রত্যাশা ছিলো বিসিবির হয়ে গণমাধ্যম সামলাবেন কোনো কর্তা। তবে সেটা হয়নি। সকাল দশটা থেকে অপেক্ষা শুরু যেটা শেষ হয়েছে বিকেল প্রায় সাড়ে চারটায়৷ কোনো মিটিং কিংবা সভা কিছুরই আভাস পাওয়া যায়নি।

মূলত সোমবার যে মিটিং হওয়ার কথা ছিলো বা গুঞ্জন ছিলো সেটা মূলত কোন রদবদল নিয়ে নয়। বাম হাতের তর্জনীর ইনজুরিতে নিউজিল্যান্ড সিরিজ মিস করবেন টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান৷ ফিটনেস ইস্যুতে থাকছেন না তামিম ইকবালও। গুঞ্জন আছে টেস্ট দলের ভাইস-ক্যাপ্টেন লিটন দাসও নিতে পারেন ছুটি৷ সেক্ষেত্রে কে হবেন অধিনায়ক আর স্কোয়াড কেমন হতে পারে সেটার জন্যই এমন মিটিং।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট আগামী ২৮ নভেম্বর সিলেটে। এর আগে দল সিলেটে যাওয়ার আগেই এনসিএলের ম্যাচ পর্যবেক্ষণ করবেন হেডকোচ। কারণ যারা টেস্টের আলোচনায় আছেন কিংবা স্কোয়াডে থাকার সম্ভাবনা আছে, পরখ করবেন তাদের৷

যেহেতু দুই ম্যাচের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই পূর্ণ শক্তির দল নিয়েই আসবে কিউইরা। তবে বিশ্রাম এবং ইনজুরি নিয়ে বাংলাদেশ খেলাতে পারছে পূর্ণশক্তির দল।

খেলার দুনিয়া | ফলো করুন :