ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেফতার

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেফতার

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। ফলে জাতীয় দলের হয়েও খেলা হচ্ছে না তার। এ সময় অবশ্য তিনি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলে বেড়াচ্ছেন। তবে সেখানেও এবার বিপত্তিতে পড়ল তার দল।

গতকাল রাতে লঙ্কা টি১০ সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠাকার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সাকিব বর্তমানে এই দলের হয়েই শ্রীলঙ্কায় খেলছেন। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ‘নিউজওয়্যার’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রেম ঠাকার তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই খেলোয়াড় প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে ফিক্সিং-বিরোধী ইউনিটে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিট প্রেম ঠাকারকে আটক করে।  

প্রেম ঠাকার জাতীয়তায় ভারতীয় হলেও তিনি শ্রীলঙ্কায় লঙ্কা টি১০ লিগে দল পরিচালনা করছিলেন। তাঁকে আজ কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।  

সাকিবের দুঃসংবাদের তালিকায় এটা নতুন সংযোজন বৈকি! তবে এর আগে সবশেষ দুঃসংবাদটা তিনি পেয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। সেখানের জাতীয় ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে নেতৃত্ব দেন। তবে নানা অনিয়মের কারণে আইসিসি যুক্তরাষ্ট্রের সেই লিগটি নিষিদ্ধ করে।

সম্পর্কিত খবর