আবারও অবসরে গেলেন আমির  

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৪৩ পিএম | ১৪ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির সব ধরনের ক্রিকেট থেকে আবারও অবসর ঘোষণা করেছেন। এর আগে শনিবার পাকিস্তানের গণমাধ্যম জানায়, ইমাদ ওয়াসিমও অবসর নিয়েছেন। এরপর এবার আমিরও ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন।  

এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আমির ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট—তিন ফরম্যাট থেকেই অবসর নিচ্ছেন। পাকিস্তানের হয়ে খেলার সময়কে তিনি ‘গৌরবময় অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।  

অবসর ঘোষণা দিয়ে আমির বলেন, ‘তিন ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল। আমি জানি, এই সিদ্ধান্ত নেওয়া কঠিন, তবে মনে করি এটি সঠিক সময় যাতে পরবর্তী প্রজন্ম দায়িত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।’

‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে এসেছে। আমি আশা করি, দল আরও সাফল্য অর্জন করবে। পাশাপাশি, আমার ক্যারিয়ারে আমাকে সমর্থন করার জন্য পাকিস্তানের সকল ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ।’

মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের অবসরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালনা কর্মকর্তা সুমাইর আহমদ সৈয়দ বলেন, ‘পিসিবির পক্ষ থেকে আমির এবং ইমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের অবদানের জন্য। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।’

এটা মোহাম্মদ আমিরের দ্বিতীয় অবসরের সিদ্ধান্ত। এর আগে গেল বছর তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। চলতি বছরের শুরুতে সে সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন।

খেলার দুনিয়া | ফলো করুন :